TRENDING:

World Emoji Day 2023: অজান্তেই ভুল ইমোজি পাঠাচ্ছেন না তো? কোন ইমোজির মানে কী, আসলটা জানলে চমকে উঠবেন

Last Updated:

World Emoji Day 2023: সব ইমোজি একই রকম অর্থে সকলে ব্যবহার করেন না। সারা পৃথিবীতে কোনও কোনও ইমোজির মানে এক, ভারতে আর এক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
World Emoji Day 2023: বর্তমানে ইমোজি ভাবপ্রকাশের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের অ্যাপে এবং চ্যাটের ক্ষেত্রে ইমোজির বিশাল বড় অবদান রয়েছে। কারণ যে কোনও এক্সপ্রেশন বোঝানোর ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বেশ কিছু এমন ইমোজি রয়েছে যার গুরুত্বপূর্ণ মানে রয়েছে। কিন্তু অনেকেই সেই ইমোজির মানে বুঝতে পারে না।
advertisement

বর্তমানে আমরা সকলেই একে অপরের সঙ্গে জুড়ে রয়েছি ডিজিটাল কমিউনিকেশনের মাধ্যমে। এই ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছে মেসেজ এবং চ্যাট। সেই মেসেজ এবং চ্যাটের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইমোজি ব্যবহার করা হয়। অনেকেই লিখে কিছু বোঝানোর ক্ষেত্রে ইমোজির মাধ্যমে সেটি বোঝানোর চেষ্টা করে। এর ফলে খুব সহজেই অন্যের কাছে নিজেদের এক্সপ্রেশন বোঝানো যায়। কিন্তু এমন অনেক ইমোজি রয়েছে যেগুলোর মানে অনেকেই বুঝতে পারেন না। আগামী ১৭ জুলাই হল বিশ্ব ইমোজি দিবস (World Emoji Day 2023)। এই ইমোজি দিবসের আগে এক নজরে দেখে নেওয়া যাক কয়েকটি গুরুত্বপূর্ণ ইমোজির মানে।

advertisement

আরও পড়ুন: একবার বসালে ফুল চার্জ না দিয়ে ফোন তোলেন না? কাজটা ঠিক হচ্ছে তো?

বিভিন্ন ধরনের মানুষ বিভিন্নভাবে ইমোজি ব্যবহার করে থাকে। Duolingo সম্প্রতি তাদের ৯৪০০ কর্মীর ওপর একটি সার্ভে চালায়। এই ইমোজি নিয়ে সার্ভে চালানো হয় নর্থ আমেরিকা, এশিয়া এবং ইউরোপে। এছাড়াও এই সার্ভে করা হয় ভারতের জনতার উপরেও। সেখানে দেখা গিয়েছে যে বিভিন্ন ধরনের ইমোজি বিভিন্ন ভাবে ব্যবহার করে থাকেন ইউজাররা- সবাই এক মানে ভেবে পাঠান না।

advertisement

Eyes Emoji –

এই ইমোজি বিভিন্ন ইউজার বিভিন্নভাবে ব্যবহার করেন। সার্ভেতে দেখা গিয়েছে যে ভারতের ৪৬% এই ইমোজি ব্যবহার করে ‘আমি তোমার ওপর নজর রাখছি’ ভেবে এবং ২৭% ইউজার এই ইমোজি ব্যবহার করে ‘আমি এই জিনিসটা দেখছি’ ভেবে।

advertisement

Bundle Of Cash Emoji –

সার্ভেতে দেখা গিয়েছে যে ভারতের ৪১ শতাংশ মানুষ এই ইমোজি ব্যবহার করে টাকা হিসাবে। অন্য দিকে ৪০ শতাংশ মানুষ এটাকে টাকার উৎস হিসাবে ব্যবহার করে। আবার ১৪ শতাংশ মানুষ এটাকে ব্যবহার করে টাকা খরচ করার ইমোজি হিসাবে।

advertisement

Wink Emoji –

সার্ভেতে দেখা গিয়েছে যে ৪৪ শতাংশ মানুষ এটাকে মজা হিসেবে ব্যবহার করে। ২৮ শতাংশ মানুষ এটাকে ফ্লার্টিং হিসেবে ব্যবহার করে এবং অন্যান্য ২৬ শতাংশ মানুষ এটাকে হাসির প্রতীক হিসাবে ব্যবহার করে।

Eggplant Emoji –

বেশিরভাগই মানুষ এই ইমোজি ব্যবহার করে প্রাপ্তবয়স্ক রসিকতার ক্ষেত্রে। কিন্তু সার্ভেতে দেখা গিয়েছে যে ভারতের ৩৬% এই ইমোজি ব্যবহার করে ফলের প্রতীক হিসাবে। ২৮ শতাংশ ভারতীয় এই ইমোজি ব্যবহার করে ফ্লার্ট করার ক্ষেত্রে। অন্য দিকে, ১৬ শতাংশ মানুষ ক্ষুধার্ত হলে এই ইমোজি ব্যবহার করে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুতরাং এই ধরনের ইমোজি ব্যবহার করার আগে সতর্ক হওয়ার দরকার রয়েছে। কারণ বিভিন্ন ইমোজির বিভিন্ন ধরনের মানে রয়েছে, সেই মানে জেনে তবেই ইমোজি ব্যবহার করা উচিত।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
World Emoji Day 2023: অজান্তেই ভুল ইমোজি পাঠাচ্ছেন না তো? কোন ইমোজির মানে কী, আসলটা জানলে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল