কনটেন্ট রাইটিং -
যাঁরা লিখতে পছন্দ করেন, তাঁদের জন্য উপযুক্ত কাজ হল কনটেন্ট রাইটিং। ঘরে বসে খুব সহজেই এর মাধ্যমে নিজেদের কেরিয়ার গড়ে তোলা সম্ভব। কনটেন্ট রাইটিংয়ের বিভিন্ন পার্ট রয়েছে, যেমন - ব্লগ রাইটিং, কপিরাইটিং, স্ক্রিপ্ট রাইটিং ইত্যাদি। বর্তমানে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেমন - Pepper। এর মাধ্যমে ঘরে বসে অনলাইনে সরাসরি ক্লায়েন্টদের সঙ্গে কথা বলা যায়, যাঁরা আলাদা আলাদা ওয়েবসাইটের জন্য ব্লগ লেখার কাজ দেবেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই সেই সকল কাজ সাবমিট করে দিলে, ঘরে বসেই মোটা টাকা উপার্জন করা সম্ভব। কনটেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে প্রতি সংখ্যা অনুযায়ী টাকা নেওয়া যায়, আবার কপি অনুযায়ীও টাকা নেওয়া যায়।
advertisement
আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে
ছবি বিক্রি -
যাঁরা ছবি তুলতে পছন্দ করেন এবং ভাল ছবি তোলেনও, তাঁরা সেই সকল ছবি বিক্রি করে অনলাইনে ঘরে বসেই মোটা টাকা আয় করতে পারেন। বর্তমানে বিভিন্ন ধরনের অনলাইন প্লাটফর্ম রয়েছে, যেখানে ফটো আপলোড করে বিক্রি করা সম্ভব। এছাড়াও অনলাইনে হওয়া ফটো নিলামে অংশগ্রহণ করে নিজেদের ফটো মোটা টাকায় বিক্রি করা সম্ভব।
ফ্রিলান্সিং -
বর্তমানে ফ্রিলান্সিংয়ের চাহিদা খুব বেশি। এই কাজ করে অনেকেই মোটা টাকা আয় করছেন। বর্তমানে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা বেশি করে ফ্রিলান্সার নিয়োগ করছে। নিজেদের স্কিল অনুযায়ী অর্থাৎ এডিটিং, কনটেন্ট রাইটিং, ওয়েবসাইট ডিজাইনিং ইত্যাদির মতো কাজ ফ্রিলান্সার হিসাবে করা যায়।
অনলাইন স্টোর -
ঘরে বসেই নিজেদের অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করা সম্ভব। পণ্যের গুণমান যত ভাল হবে, উপার্জনও তত বাড়তে থাকবে।