TRENDING:

চার্জার সাদা-কালো ছাড়া অন্য রঙের হয় না কেন? কারণটা বলুন তো দেখি...

Last Updated:

Charger color Black or White: চার্জার মানেই সাদা অথবা কালো রঙের! কারণটা কী জানেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ডিভাইস, ল্যাপটপ হোক বা আমাদের মোবাইল ফোন, বা অন্য কোনও বৈদ্যুতিন সামগ্রী, তার সব ক্ষমতা এক লহমায় স্তব্ধ হয়ে যায় ব্যাটারির চার্জ না থাকলে।
advertisement

আমরা যেমন খাবার খেয়ে নিজেদের সুস্থ রাখি, যা আমাদের চলনক্ষমতা বা প্রাণশক্তি দেয়, ডিভাইসের ক্ষেত্রে সেই কাজটাই করে চার্জার। চার্জার যদি না থাকে, যে কোনও ডিভাইস একটা ঢেলা ছাড়া আর কিছুই নয়- তা দিয়ে কোনও কাজই হবে না।

এই জায়গায় এসে অনেকেরই মনে একটা প্রশ্ন জাগতে পারে। বিষয়টা যদি ল্যাপটপ আর মোবাইল ফোনের মধ্যে সীমিত রাখা হয়, তাহলেও। আসলে আজকাল তো নানা রঙের ল্যাপটপ আর মোবাইল ফোন বাজারে পাওয়া যায়, তাদের বাহার চোখ জুড়িয়ে দেয়। কিন্তু চার্জারের ব্যাপারে সেই সাদা অথবা কালো রঙ কেন? এর বাইরে আর অন্য কোনও রঙ কেন দেখা যায় না?

advertisement

আরও পড়ুন- চুরি বা হারিয়ে যাওয়া স্মার্ট ফোনের খোঁজ পাবেন ঘরে বসেই! করতে হবে এই ছোট্ট কাজ

অনেকে এবার বলতেই পারেন ওয়ানপ্লাস কোম্পানির লাল রঙের চার্জারের কথা। কিন্তু সেটার শুধু তারটাই যা লাল রঙের, চার্জারটা কিন্তু নয়- ওটা সাদা রঙের। অতএব, ঘুরে-ফিরে আমরা সেই প্রশ্নেই যেকে রইলাম- চার্জার সাদা-কালোর বাইরে অন্য রঙের হয় না কেন?

advertisement

আসলে, প্রতিটি রঙের আলাদা আলাদা তাপ পরিবাহী ক্ষমতা রয়েছে। অর্থাৎ, একেকটি রঙ একেক মাত্রায় তাপ শোষণ করে। এর মধ্যে সব থেকে বেশি তাপ শোষণ করতে পারে কালো রঙ। সেই জন্যই চার্জার মূলত কালো রঙের হয়। ওর মধ্যে দিয়ে বিদ্যুৎ যায়, ফলে তা সহজেই গরম হয়ে ওঠে। বেশি গরম হয়ে গেলে তার পুড়ে যাবে, ডিভাইসেরও ক্ষতি হবে। কালো রঙে সে ভয় নেই, তাই চার্জার বেশিরভাগ ক্ষেত্রেই কালো রঙের হয়। অন্য রঙ সহজেই উত্তপ্ত হয়ে ওঠে।

advertisement

আবার, আর্থিক দিকটাও আছে। কালো রঙের চার্জারের কাঁচামালের খরচ অন্য রঙের তুলনায় বেশ কম, ফলে, তা কোম্পানিগুলোর পক্ষে সাশ্রয়ী।

অবশ্য, এই দুই সুবিধা সাদা রঙেও পাওয়া যাচ্ছে বর্তমানে। তাই খেয়াল করলে দেখা যাবে যে আজকাল বেশির ভাগ গ্যাজেটনির্মাতা তাদের ডিভাইসের সঙ্গে সাদা রঙের চার্জার দিচ্ছে। কারণ সাদা রঙ কালো রঙের থেকেও কম গরম হয়।

advertisement

আরও পড়ুন- Ather নাকি Ola! ইলেকট্রিক স্কুটার কেনার আগে দেখে নিন কোনটা আপনার জন্য উপযুক্ত

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Vivo, Oppo, OnePlus, Realme-র মতো সংস্থা হালে সাদা রঙের চার্জার দিচ্ছে। আর অ্যাপলের কথা যদি ওঠে, তারা বরাবরই সাদা রঙের চার্জার দিত, প্রযুক্তির দুনিয়ায় এখনও সেরার তকমা যে তাদেরই হাতে!

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
চার্জার সাদা-কালো ছাড়া অন্য রঙের হয় না কেন? কারণটা বলুন তো দেখি...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল