TRENDING:

WhatsApp সাপোর্ট সিস্টেমে ইউজারের প্রশ্নের উত্তর দেবে AI, আপনার যা জানা দরকার...

Last Updated:

WhatsApp: আরও একটা নতুন ফিচারের উপর কাজ করছে মেটা। সেটা হল – এআই অ্যাসিসটেড কাস্টমার কোয়্যারি রেজোলিউশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
WhatsApp: গত এক বছরে আমূল বদলে গিয়েছে হোয়াটসঅ্যাপ। এসেছে একাধিক নতুন ফিচার। চ্যানেল, লগ ইন করার জন্য পাসকি, সিক্রেট কোড দিয়ে চ্যাট লক, আরও কত কী! বলা যায়, মেটা হাতে নেওয়ার পর থেকে এক ধরণের রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে এই ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ। এবার জানা গেল, আরও একটা নতুন ফিচারের উপর কাজ করছে মেটা। সেটা হল – এআই অ্যাসিসটেড কাস্টমার কোয়্যারি রেজোলিউশন।
advertisement

হোয়াটসঅ্যাপ সংক্রান্ত প্রতিবেদনের জন্য বিখ্যাত WABitainfo। তারাই একটি রিপোর্টে জানিয়েছে, এআই অ্যাসিসটেড কাস্টমার কোয়্যারি রেজোলিউশন ফিচার আনতে চলেছে মেটা। অর্থাৎ এবার ইউজারের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করবে হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড ফোনের জন্যই এই ফিচার তৈরি হচ্ছে। তবে আইওএস-তেও পাওয়া যাবে আশা করা হচ্ছে। যেমনটা ‘টেস্ট ফ্লাইট’ অ্যাপের ক্ষেত্রে দেখা গিয়েছিল।

advertisement

আরও পড়ুন: খাবার খাওয়ার কতক্ষণ আগে বা পরে জল খাওয়া উচিত? এই নিয়ম না মানলেই সর্বনাশ!

প্রতিবেদনে বলা হয়েছে, ‘মেটা সুরক্ষিত প্রযুক্তির সাহায্যে হোয়াটসঅ্যাপ সাপোর্টে ইউজারদের পাঠানো প্রশ্নের উত্তর আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে দেওয়ার কথা ভাবছে’। মানব সহায়তা ছাড়াও ইউজারদের গুরুত্বপূর্ণ তথ্যের অ্যাক্সেস এবং সাহায্য দিতেই এমন ভাবনা মেটার। আর যদি এআই-এর উত্তরে ইউজার সন্তুষ্ট না হয়? বা এআই যথাযথ উত্তর দিতে না পারে, তাহলে কী হবে? WABitainfo জানাচ্ছে, কনজিউমার রিপ্রেজেন্টেটিভের সঙ্গে যোগাযোগ করার বিকল্প থাকছে। সেটা পুরোপুরি তুলে দেওয়া হবে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

জানা যাচ্ছে, স্ন্যাপচ্যাটের ‘মাই এআই’ যেভাবে কাজ করে, হোয়াটসঅ্যাপেও বটের সঙ্গে সেভাবে যোগাযোগ করতে পারবেন ইউজাররা। গ্রুপ চ্যাটেও এই ফিচার কাজ করবে বলে জানা গিয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, যে সব পরিস্থিতিতে মানুষের হস্তক্ষেপের প্রয়োজন নেই, সেখানে এই ফিচার আদর্শ। দীর্ঘমেয়াদে ইউজার এবং হোয়াটসঅ্যাপ উভয়েরই লাভ হবে। WABitainfo বলছে, নির্দিষ্ট সময়ের পর যে সব প্রশ্ন আসবে, এই ফিচার তার উত্তর দেবে। এর ফলে ইউজারদের অপেক্ষা করতে হবে না। সময় বাঁচবে। যাই হোক, এই ফিচার কবে চালু হবে, তা এখনও জানা যায়নি, কারণ এটা বিটা ভার্সনের অংশ নয়।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp সাপোর্ট সিস্টেমে ইউজারের প্রশ্নের উত্তর দেবে AI, আপনার যা জানা দরকার...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল