TRENDING:

WhatsApp চালু করেছে বহু প্রতীক্ষিত ফিচার, এবার আন-ডু করা যাবে ডিলিট ফর মি

Last Updated:

WhatsApp চালু করেছে নতুন ফিচার। বহুদিন ধরে যার অপেক্ষায় ছিলেন ইউজাররা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পুরো বিশ্বে সবথেকে জনপ্রিয় অনলাইন সোশ্যাল মিডিয়া মেসেজ প্ল্যাটফর্ম হল WhatsApp। দুনিয়া জুড়ে WhatsApp-এর অসংখ্য ইউজার রয়েছে। WhatsApp তাদের ইউজারদের কথা মাথায় রেখে লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। WhatsApp-এর বিভিন্ন ফিচার ইউজারদের কাজে লাগলেও, এমন কয়েকটি ফিচার রয়েছে যার মাধ্যমে ইউজারদের সমস্যার সম্মুখীন হতে হয়।
advertisement

WhatsApp-এর তেমনই একটি ফিচার হল 'ডিলিট ফর মি।' অনেক সময় WhatsApp-এ ভুলবশত 'ডিলিট ফর মি' বোতামটিতে ক্লিক করা হয়, তার পর সংশ্লিষ্ট বার্তাটি WhatsApp-এর চ্যাট থেকে অদৃশ্য হয়ে যায়, কিন্তু রিসিভারের চ্যাটে উপস্থিত থাকে। এর ফলে WhatsApp-এর ইউজারদের সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু এবার এই সমস্যার সমাধান নিয়ে এসেছে WhatsApp। এর জন্য WhatsApp চালু করেছে নতুন ফিচার। বহুদিন ধরে যার অপেক্ষায় ছিলেন ইউজাররা।

advertisement

আরও পড়ুন:পুরনো অ্যান্ড্রয়েড ফোনে গেমিংয়ের মজা! এই অ্যাপগুলি দিতে পারে দারুণ সুযোগ

কিছু দিন আগে, WABetaInfo-এর তরফে জানানো হয়েছে যে, WhatsApp বিটা Android 2.22.18.73 আপডেটে কিছু বিটা টেস্টারদের জন্য একটি 'ডিলিট ফর মি' আন-ডু বোতাম চালু করছে,' এবং এটি এখন রোল আউট করা হয়েছে।

WhatsApp-এর এই ফিচারটি খুবই কার্যকর প্রমাণিত হতে চলেছে। এর ফলে সকলের জন্যই যদি কিছু মোছার দরকার হয়, তাহলে 'ডিলিট ফর মি' বোতামটিতে ক্লিক করলেও বার্তাটি আবার পূর্বাবস্থায় নিয়ে আসা যাবে এবং তার পর সবার জন্য ডিলিট করা যাবে।

advertisement

আরও পড়ুন: এবার অসুখ থেকেও বাঁচাবে কৃত্রিম বুদ্ধিমত্তা! গুগল আনছে নয়া প্রযুক্তি

WABetaInfo-এর একটি ব্লগে জানানো হয়েছে, এটি লক্ষ্যণীয় যে যদিও এই স্ক্রিনশটটি Android-এর জন্য WhatsApp থেকে নেওয়া হয়েছে, কিন্তু এই ফিচারটি WABetaInfo-এর ডেস্কটপ এবং iOS-এর জন্যও উপলব্ধ। আইওএস, অ্যান্ড্রয়েড এবং ডেস্কটপের জন্য WhatsApp-এর সমস্ত ইউজারদের জন্য ডিলিট ফর মি প্রেস করেও মেসেজ পূর্বাবস্থায় ফেরানোর এই নতুন ফিচার উপলব্ধ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

নতুন ফিচারটি ব্যবহার করতে, স্টোরে উপলব্ধ সর্বশেষ সংস্করণটি ইনস্টল করতে হবে। তা না হলে এই ফিচারের সুবিধা উপভোগ করা যাবে না। WhatsApp-এর যে কোনও নতুন ফিচার উপভোগ করতে হলেই তার সর্বশেষ সংস্করণ ইনস্টল করে নেওয়া প্রয়োজন।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp চালু করেছে বহু প্রতীক্ষিত ফিচার, এবার আন-ডু করা যাবে ডিলিট ফর মি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল