আরও পড়ুনঃ BSNL নিয়ে এল ৫০ টাকার কমে আকর্ষণীয় প্রিপেড প্ল্যান! জেনে নিন বিশদে
WhatsApp বিটা ইনফো-র রিপোর্ট থেকে জানা যাচ্ছে, অ্যান্ড্রয়েড ২.২৩.২৪.২০-তে এই ফিচার ইতিমধ্যেই চলে এসেছে। গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নিলেই ব্যবহার করতে পারবেন ইউজাররা। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই ফিচার চলে এলে লক করা চ্যাটের তালিকার মধ্যে সেটিংসে একটি নতুন বিভাগ থাকবে। ইউজাররা সেটা ক্লিক করলে নতুন অপশন পাবেন, যাতে লক করা চ্যাট খুলে যাবে।
advertisement
হোয়াটসঅ্যাপ বিটা আরও বলছে, বিশেষ ভাবে তৈরি গোপন কোড কনফিগার করার পর, লক করা চ্যাট দেখার জন্য চ্যাট লিস্টে আর কোনও এন্ট্রি পয়েন্ট থাকবে না। বদলে ইউজাররা চ্যাট ট্যাবের মধ্যে সার্চ বাড়ে গোপন কোড দিয়ে অনায়াসে সেই সব চ্যাটের অ্যাক্সেস পাবেন।
এই আপডেটের কারণে ইউজারদের গোপনীয়তা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। কারণ লক করা চ্যাট লিস্ট থেকে এন্ট্রি পয়েন্ট সরিয়ে দিলে WhatsApp-এর চ্যাটে নজরদারি চালানোর কাজ আরও কঠিন হয়ে যাবে। কোনও চ্যাট লক করা আছে কি না আর বোঝাই যাবে না। অন্য কেউ ফোন ঘাঁটলেও কোনগুলো ব্যক্তিগত কথোপকথন, তিনি বুঝতে পারবেন না। WhatsApp বিটা ইনফো জানিয়েছে, সিক্রেট কোড ফিচারের ফলে, সার্চ বারে সঠিক কোড দিলে তবেই লক করা চ্যাট লিস্ট দেখা যাবে। অন্যথায় নয়।
রিপোর্ট অনুযায়ী, লকড চ্যাটের জন্য WhatsApp-এর সিক্রেট কোড ফিচার বর্তমানে শুধুমাত্র বিটা টেস্টাররাই ব্যবহার করছেন। খুঁটিয়ে দেখছেন এর সুবিধা-অসুবিধা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও ইউজারের কাছে এই ফিচার চলে আসবে। তবে এখনই সমস্ত WhatsApp ইউজার এই ফিচার ব্যবহার করতে পারবেন না। এর জন্য কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে।