WhatsApp ট্র্যাকার ডাব্লুবিটাইনফোর (WABetainfo) রিপোর্ট অনুযায়ী WhatsApp খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে তাদের বহু প্রতীক্ষিত এই ফিচার। ইউজাররা অনেকদিন ধরেই এই ফিচার চালু করার দাবি জানিয়ে আসছিলেন।ডাবলুএবিটাইনফোর রিপোর্ট অনুযায়ী WhatsApp-এর এই নতুন ফিচার প্রথমে চালু করা হতে পারে বিটা টেস্টারের মাধ্যমে। ইউজাররা তাদের প্রোফাইল আপডেট করলে নতুন এই ফিচার ব্যবহার করতে পারবেন। নতুন এই ফিচারের মাধ্যমে একটি গ্রুপের সকল সদস্য নিজেদের প্রোফাইল ফোটো দেখতে পাবেন অর্থাৎ সেই গ্রুপের সকল মেসেজের ক্ষেত্রে ইউজারদের প্রোফাইল ফোটো শো হবে সেই গ্রুপের মধ্যে। জানা গিয়েছে যে WhatsApp এখন পরীক্ষা-নিরীক্ষা করেছে নতুন এই ফিচার সম্পর্কে। খুব তাড়াতাড়ি সকল ইউজারদের জন্য চালু করা হবে WhatsApp নতুন এই ফিচার। কিন্তু WhatsApp এর তরফে এখনও নির্দিষ্ট করে সেই তারিখ জানানো হয়নি।
advertisement
আরও পড়ুন: ভারতে আসছে Moto g72! কেমন হতে পারে নতুন ফোন দেখে নিন এক নজরে
সম্প্রতি WhatsApp একটি নতুন ফিচার চালু করেছে। WhatsApp এর এই নতুন ফিচারের মাধ্যমে গ্রুপ অ্যাডমিনরা গ্রুপের যে কোনও মেসেজ ডিলিট করে দিতে পারবেন। কিন্তু WhatsApp-এর কয়েকটি গ্রুপের ক্ষেত্রেই পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে নতুন ফিচার। মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি সকল ইউজারদের জন্য চালু করা হতে পারে নতুন এই ফিচার। কিছুদিন আগেই WhatsApp গ্রুপ অ্যাডমিনদের আরও বেশি করে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। WhatsApp এর তরফে জানানো হয়েছে যে, whatsapp এর গ্রুপ আরও ভালো করে তোলার জন্য WhatsApp অ্যাডমিনদের বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। এবার আবার WhatsApp এর গ্রুপের জন্য নিয়ে আসা হতে চলেছে নতুন এক ফিচার।