TRENDING:

WhatsApp-Instagram Down Globally: বুধবার রাতে হঠাৎ অচল WhatsApp এবং Instagram! মিনিট কয়েকের মধ্যেই শোরগোল সারা বিশ্বে

Last Updated:

WhatsApp-Instagram Down Globally: হোয়াটসঅ্যাপ বুধবার রাত ১১:৪৫ থেকে বিশ্বজুড়ে বেশ কয়েক মিনিটের জন্য অচল হয়ে যায়। কয়েকজন ব্যবহারকারীর জন্য ডাউন হয়ে গিয়েছিল WhatsApp।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জনপ্রিয় মেসেজ অ্যাপ হোয়াটসঅ্যাপ বুধবার রাত ১১:৪৫ থেকে বিশ্বজুড়ে বেশ কয়েক মিনিটের জন্য অচল হয়ে যায়। কয়েকজন ব্যবহারকারীর জন্য ডাউন হয়ে গিয়েছিল WhatsApp। ব্যবহারকারীরা যাঁরা অ্যাপ বা হোয়াটসঅ্যাপ ওয়েবে লগ ইন করার চেষ্টা করছিলেন, তাঁদের কাছে ত্রুটি বার্তা (Error Message) যায়, পরিষেবাটি বর্তমানে উপলব্ধ নয়।
সারা বিশ্বে মিনিট কয়েকের জন্য অচল WhatsApp
সারা বিশ্বে মিনিট কয়েকের জন্য অচল WhatsApp
advertisement

আরও পড়ুন: পুরো ওলটপালট! চেহারা বদলে গেল WhatsApp-এর, কী ধরনের বিশেষ সুবিধা পাবেন দেখুন

কেবল WhatsApp নয়, খানিকক্ষণের মধ্যে অচল হয়ে যায় Instagram-ও। অ্য়াপের ফিড রিফ্রেশ করা যাচ্ছিল না, পাশাপাশি কোনও  ইনস্টা স্টোরিও লোড হচ্ছিল না।

advertisement

ডাউনডিটেক্টর, একটি জনপ্রিয় ওয়েবসাইট যা ওয়েব বিভ্রাট ট্র্যাক করে, তারা লক্ষ করেছে, ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম ব্যবহার করার চেষ্টা করতে গিয়ে বারবার সমস্যার সম্মুখীন হচ্ছেন।

চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার মেটার প্ল্যাটফর্মগুলি সমস্যার সম্মুখীন হল। গত মার্চে ইনস্টাগ্রাম, ফেসবুক এবং থ্রেডস অনেক ব্যবহারকারীর জন্য ডাউন ছিল। অ্যাকাউন্ট থেকে হঠাৎ লগ আউট হওয়ার ঘটনা দেখা গিয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp-Instagram Down Globally: বুধবার রাতে হঠাৎ অচল WhatsApp এবং Instagram! মিনিট কয়েকের মধ্যেই শোরগোল সারা বিশ্বে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল