WhatsApp ইউজারদের অভিজ্ঞতা উন্নত করতে নতুন নতুন ফিচার চালু করতে থাকে। আগে শুধু WhatsApp-এ চ্যাটিং করা হত, তারপর ধীরে ধীরে ভয়েস কলিং, ভিডিও কলিং ফিচারও এতে যুক্ত হয়েছে। কয়েকদিন পর ইনস্টাগ্রামের স্টোরির মতো এই অ্যাপে যুক্ত হয় স্টেটাস ফিচার। কিন্তু, অনেক WhatsApp ইউজারই জানেন না যে, কীভাবে WhatsApp স্টেটাস ডাউনলোড করতে হয়। WhatsApp স্টেটাস ফিচার চালু হওয়ার পর থেকে এটি ইউজারদের কাছে খুবই প্রিয় হয়ে উঠেছে। ইউজাররা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, যখনই নিজেদের ফোনে WhatsApp ওপেন করা হয়, পরিচিত অনেকেই একটি নতুন স্টেটাস পোস্ট করে থাকেন।
advertisement
অনেক সময় এমনও হয় যে আমরা সেই স্টেটাসগুলির মধ্যে কিছু বেশ পছন্দ করি। যদিও আমরা তা ফোনে সেভ করতে পারি না। কিন্তু, আমরা যদি বলি, যে কারও WhatsApp স্টেটাস ডাউনলোড করা যেতে পারে, তাহলে?
আরও পড়ুন- আর্ট পেপার জোড়া লাগিয়ে ৫৫ ফুটের নেতাজি, তাক লাগিয়ে নজির গড়লেন বীরভূমের চিত্রশিল্পী
কারও WhatsApp স্টেটাসের ছবি পছন্দ হলে, দ্রুত তার স্ক্রিনশট নিয়ে নিজেদের ফোনে সেভ করে রাখা সম্ভব। কিন্তু কারও ভিডিও স্টেটাস সেভ করতে হলে কী করতে হবে? আমরা এমন একটি গোপন পদ্ধতির কথা বলছি, যা সম্পর্কে খুব কম ইউজারই জানেন। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায় –
প্রথমেই গুগল প্লে স্টোর থেকে নিজেদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল ফাইল ডাউনলোড করতে হবে।
এরপর অ্যাপের উপরের বাম দিকের কোণে থাকা Menu আইকনে ক্লিক করতে হবে।
এরপর Settings অপশনে ক্লিক করতে হবে।
এরপর ‘Show hidden files’ টগলটি অন করতে হবে।
এরপর ফোনের File Manager ওপেন করতে হবে।
এরপর Internal Storage অপশনে যেতে হবে। তারপর WhatsApp অপশনে ক্লিক করতে হবে। তারপর Media অপশনে যেতে হবে। তারপরে এখান থেকে Status অপশনে ক্লিক করতে হবে।