এই ফিচারের মাধ্যমে ভুল করে পাঠানো মেসেজ ডিলিট করা যাবে। এই কারণে, মেসেজ কেবল প্রেরকের পক্ষেই নয়, প্রাপকের পক্ষ থেকেও ডিলিট করা সম্ভব।
তবে, এখানে একটি বিষয় নিশ্চিত যে মেসেজটি ডিলিট করে ফেলার পরও ডিলিটের একটি প্রমাণ চিহ্ন রয়ে যায়। এটি রিসিভারকে জানায় যে কিছু মেসেজ ডিলিট করা হয়েছে।
আরও পড়ুন: ভেজালে ছেয়ে আছে বাজার! নিমেষে চিনে নিন আসল হলুদ, সঠিক উপায় শেখালো FSSAI
advertisement
প্রেরিত মেসেজে কী লেখা ছিল তা জানতে অনেকেই আগ্রহী। এটি ট্র্যাক করার জন্য গুগল প্লে স্টোরে অনেক থার্ড পার্টি অ্যাপ রয়েছে। তবে ডিলিট করা মেসেজ এই অ্যাপের মাধ্যমে পড়া গেলেও এতে ব্যবহারকারীর গোপনীয়তা ঝুঁকিতে পড়তে পারে। এমন পরিস্থিতিতে, আমরা আজ এমন একটি পদ্ধতি জানাব যার মাধ্যমে ডিলিট করা মেসেজ পড়ার জন্য কোনও থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হবে না।
যদি কেউ WhatsApp-এ ডিলিট করা মেসেজ পড়তে আগ্রহী হন, তাঁরা এই কাজটি তাঁদের অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যেই করতে পারবেন, এতে কোনও থার্ড পার্টি অ্যাপ লাগবে না।
প্রথমেই জানিয়ে রাখা উচিত হবে যে এই ফিচারটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ১১ এবং তার উপরের ভার্সনে পাওয়া যাবে। এমন পরিস্থিতিতে প্রথমে ফোনের ভার্সন চেক করে নিতে হবে এবং ফোনটিকে আপডেটও করতে হবে।
প্রথমে ফোনের সেটিংসে যেতে হবে।
তারপর নোটিফিকেশনে যেতে হবে।
তারপর ‘মোর সেটিংসে’ প্রেস করতে হবে৷
এর পর নোটিফিকেশন হিস্টরি খুলতে হবে।
তারপর স্ক্রিনে দৃশ্যমান ট্রায়াঙ্গল চালু করতে হবে।
এই বাটন চালু করার পরে, যখন এই প্রক্রিয়াটি আবার পুনরাবৃত্তি করা হবে তখন গত ২৪ ঘন্টার মধ্যে ফোনে প্রাপ্ত সমস্ত বিজ্ঞপ্তি দেখতে পারা যাবে। এর মধ্যে ডিলিট করে ফেলা মেসেজগুলিও অন্তর্ভুক্ত থাকবে। তবে এখানে ছবি, ভিডিও বা অডিও মেসেজ দেখা যাবে না। এখানে ব্যবহারকারীরা শুধুমাত্র টেক্সট মেসেজ দেখতে সক্ষম হবেন।