না, WhatsApp কোনও ভাবেই এই পরিষেবায় তার গ্রাহকদের জন্য ‘ডার্ক মোড’ আনছে না, কারণ এটি ইতিমধ্যেই রয়েছে — ওয়েব বা অ্যাপে। তার বদলে এই আপডেটে একটি নতুন কালার স্কিম আসতে চলেছে। WaBetaInfo-র তরফে জানানো হয়েছে, এই ডার্ক কালার স্কিম নিয়েই আপাতত পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে Meta।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই ফিচারটি এখনই ব্যবহারকারীদের জন্য খুলে দেওয়া হয়নি। এমনকী বিটা টেস্টারদের জন্যও নয়। আপাতত এই আপডেট গড়ে তোলার কাজ করছে সংস্থাটি। তবে মনে করা হচ্ছে, এটি শীঘ্রই এই ফিচার বিটা টেস্টারদের জন্য আপডেট করা হবে।
advertisement
আরও পড়ুন: ফল রাখলেই কুনো মাছি ভরে যাচ্ছে? রান্না ঘরেও ভনভন করছে? জানুন তাড়ানোর টোটকা
সংস্থার দাবি, এই ফিচার আপডেট হলে ওয়েব সংস্করণটির ব্যবহার আরও দৃষ্টিনন্দন হয়ে উঠবে। সব থেকে বড় বিষয় হল, ‘কম আলোর পরিবেশে বিশেষ সহায়ক হতে পারে; #111b20 থেকে #12181c-তে রূপান্তর একটি সূক্ষ্ম অথচ প্রভাবশালী পরিবর্তন আনবে, যা ইন্টারফেসটিকে আরও মনোরম করে তুলবে এবং চোখের উপর চাপ কমিয়ে দেবে’, এমনই জানিয়েছে তারা।
পাশাপাশি সংস্থার দাবি, ‘আমাদের মতে, ডার্ক থিমের জন্য নতুন কালার স্কিম শুধুমাত্র ভিজ্যুয়াল আবেদনই বাড়াবে তা নয়, বরং নতুন ডিজাইনের জন্য ব্যবহারকারীদের ক্রমবর্ধমান আকাঙ্ক্ষাও পূরণ করবে। আমরা বিশ্বাস করি যে এই সংযোজন সেই সব ব্যবহারকারীর পছন্দ পূরণ করবে যাঁরা একটি ইন্টারফেসে নতুন ডিজাইন চাইছেন।’
আরও পড়ুন: আপনার নামের প্রথম অক্ষর A, C, D, K, T, বা N? জানুন ২০২৪ কেমন কাটবে? কেমন মানুষ এঁরা?
WhatsApp সম্প্রতি অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য কিছু পরিবর্তন এনেছে, তারই সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এগুলি। যেমন নিচের বার এবং ডার্ক মোডে নতুন কালার স্কিম ইত্যাদি। তবে সমস্ত শ্রেণির গ্রাহক কবে এই ফিচার ব্যবহার করতে পারবেন তা এখনও নিশ্চিত নয়।