এর ফলে চ্যানেল অ্যাডমিনরা তাদের নির্দিষ্ট চ্যানেলে একাধিক ছবি এবং ভিডিও শেয়ার করলে এই অ্যালবাম তৈরি করতে পারবেন। WhatsApp এবার থেকে স্বয়ংক্রিয় ভাবে ওই ছবিগুলিকে একটি অ্যালবামে সাজিয়ে দেবে। চ্যানেলের সদস্যরা সহজেই সমস্ত মিডিয়া ফাইল অ্যাক্সেস করতে পারবেন, সেজন্য এটিকে ট্যাপ করতে হবে।
আরও পড়ুনডেটা ডিলিট হয়েছে? চিন্তা নেই, গুরুত্বপূর্ণ তথ্য ফিরে পাবেন এভাবে…
advertisement
মনে হতে পারে, এটি খুব সাধারণ একটি ফিচার। বহু দিন ধরেই চ্যাট এবং গ্রুপে এই ফিচার রয়েছে। কিন্তু চ্যানেল এই রকম ব্যবস্থা ছিল না। এই ব্যবস্থার ফলে অনেক পরিষ্কার ভাবে ব্যবহার করা সম্ভব।
কারা পাবেন?
WABetaInfo-র তরফে জানান হয়েছে, এই মুহূর্তে ফিচারটি শুধুমাত্র কিছু বিটা পরীক্ষকরা ব্যবহার করতে পারছেন। যারা Android ব্যবহার করেন, তাঁরা Google Play Store থেকে সর্বশেষ WhatsApp বিটা (v2.23.26.16) ইনস্টল করিয়ে নিতে পারেন। তবে কবে থেকে সকলেই এই ফিচারের সুবিধা পাবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে সকলেই যে পাবেন, এটা প্রায় নিশ্চিত।
এই ধরনের ফিচার অপ্রয়োজনীয় নানা ধরনের ছবি থেকে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে পারবে। আরও পরিষ্কার ভাবে দেখা যাবে চ্যানেলগুলি।
এর আগেই জানা গিয়েছিল, WhatsApp স্টেটাস আপডেটের জন্য একটি নতুন রিপ্লাই বার-ও আনতে চলেছে। সেই সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা চলছে। এই ফিচারটিও বর্তমানে বিটা সংস্করণে এসেছে। ব্যবহারকারীরা সহজেই অন্য ব্যবহারকারীর স্টেটাস আপডেট-এ প্রতিক্রিয়া জানাতে পারবে। এই রিপ্লাই ধারাবাহিক ভাবে দেখা যাবে। তাই রিপ্লাই মেনু-তে যাওয়ার জন্য সোয়াইপ আপ করার প্রয়োজনীয়তা থাকবে না।