জানা গিয়েছে, ভারতে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) পদ্ধতির সাহায্যে রিয়েল টাইমে এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার লেনদেন করা যাবে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার (National Payments Corporation of India) সাহায্যে এই পুরো প্রক্রিয়াটি করা হয়েছে। বর্তমানে ভারতের মোট ২২৭টির বেশি ব্যাঙ্কের সমর্থন রয়েছে। ২০২০ সালে WhatsApp ভারতে পেমেন্ট ফিচার লঞ্চ করে। এরপর থেকেই এই নিয়ে কাজ চলছিল। এবার তা সকলের ব্যবহারের জন্য নিয়ে আসা হয়েছে। WhatsApp পেমেন্টের ডিরেক্টর মণীশ মহাত্মে (Manesh Mahatme) বলেছেন, “ঝুঁকিহীন দৈনন্দিন পেমেন্টের সংখ্যা বাড়াতে ও আমাদের গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দিতে পেমেন্ট ব্যাকগ্রাউন্ড সহ এই ফিচার নিয়ে আসা হয়েছে। এবার WhatsApp ব্যাবহারকরীরা নান ধরণের থিম ব্যবহার করে নিজেদের টাকার লেনদেন করতে সক্ষম হবেন।”
advertisement