TRENDING:

WhatsApp-এ নতুন পেমেন্ট ফিচার, Paytm, PhonePe ও Google Pay-র সঙ্গে কড়া টক্কর

Last Updated:

WhatsApp-এ প্রতিটি পেমেন্টের জন্য এবার থেকে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ডের থিম ব্যবহার করা যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp বরাবর নিজের ব্যবহারকারীদের জন্য নানা ধরনের আপডেট নিয়ে হাজির হয়েছে। মার্কিন এই মেসেজিং সংস্থা এবার তার ভারতীয় ব্যবহারকরীদের জন্য পেমেন্ট ফিচার নিয়ে হাজির হয়েছে। এবার মেসেজিংয়ের সঙ্গে পেমেন্ট করার পথও প্রশস্ত করা হল। Facebook-এর মালিকানাধীন সংস্থা WhatsApp নিজের ব্যবহারকারীদের ভালো অভিজ্ঞতা দিতেই এই ফিচার নিয়ে এসেছে। WhatsApp মেনুর তিনটে ডটে গিয়ে পেমেন্ট অপশন দেখতে পাওয়া যাবে। সমস্ত ভারতীয় ব্যবহারকরীরা নতুন ফিচার পেমেন্ট ব্যাকগ্রাউন্ডের (Payments Background) মাধ্যমে নিজেদের টাকার লেনদেন করতে পারবে বলে জানা গিয়েছ। প্রতিটি পেমেন্টের জন্য এবার থেকে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ডের থিম ব্যবহার করা যাবে। এই ফিচারে অনুষ্ঠান ও সামাজিক উৎসবের থিমও নিয়ে আসা হয়েছে। ইউপিআই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে টাকার লেনদেন করতে হবে, যেমনটা ভারতের অন্য ভার্চুয়াল পেমেন্টের অ্যাপগুলো করে। WhatsApp এই ফিচারটিকে কার্যকরী করার সঙ্গেই Paytm, PhonePe ও Google Pay সঙ্গে এবার প্রতিযোগিতায় নেমে গেল বলে মনে করা হচ্ছে।
advertisement

জানা গিয়েছে, ভারতে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) পদ্ধতির সাহায্যে রিয়েল টাইমে এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার লেনদেন করা যাবে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার (National Payments Corporation of India) সাহায্যে এই পুরো প্রক্রিয়াটি করা হয়েছে। বর্তমানে ভারতের মোট ২২৭টির বেশি ব্যাঙ্কের সমর্থন রয়েছে। ২০২০ সালে WhatsApp ভারতে পেমেন্ট ফিচার লঞ্চ করে। এরপর থেকেই এই নিয়ে কাজ চলছিল। এবার তা সকলের ব্যবহারের জন্য নিয়ে আসা হয়েছে। WhatsApp পেমেন্টের ডিরেক্টর মণীশ মহাত্মে (Manesh Mahatme) বলেছেন, “ঝুঁকিহীন দৈনন্দিন পেমেন্টের সংখ্যা বাড়াতে ও আমাদের গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দিতে পেমেন্ট ব্যাকগ্রাউন্ড সহ এই ফিচার নিয়ে আসা হয়েছে। এবার WhatsApp ব্যাবহারকরীরা নান ধরণের থিম ব্যবহার করে নিজেদের টাকার লেনদেন করতে সক্ষম হবেন।”

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp-এ নতুন পেমেন্ট ফিচার, Paytm, PhonePe ও Google Pay-র সঙ্গে কড়া টক্কর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল