এবার সেই সমস্যা সমাধানে এগিয়ে এল Whatsapp কর্তৃপক্ষ। নতুন এই ফিচার্সে খুব সহজেই চ্যাট হিস্ট্রি অ্যান্ড্রয়েড থেকে iOS-এর মধ্যে ট্রান্সফার করা সম্ভব। তবে পুরোটাই নির্ভর করছে কোন মোবাইল ব্যবহার করছেন ব্যবহারকারী তার উপরে। ইতিমধ্যে Samsung Galaxy Z Fold 3 এবং Samsung Galaxy Z Flip 3 ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন।
WhatsApp-এর তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, Samsung-এর ফোল্ডেবল ফোনগুলির মধ্যে এই সুবিধা দেওয়া হচ্ছে। ধীরে ধীরে বাকি ফোনগুলির ক্ষেত্রেও এই সুবিধা দেওয়া হবে। দ্বিতীয় ধাপে আগামী কয়েকদিনের মধ্যে Samsung Galaxy সিরিজের বাকি ফোনগুলির মধ্যে এই সুবিধা দেওয়া হবে। এই ফোনগুলিতে iOS থেকে অ্যান্ড্রয়েডের মধ্যে চ্যাট হিস্ট্রি খুব সহজেই ট্রান্সফার করা যাবে। এবং উল্টোটাও সম্ভব। এবং তৃতীয় ধাপে বাকি সব অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হবে।
advertisement
WhatsApp-এর তরফে আরও জানানো হয়েছে, এই প্রথম এই ধরনের ফিচার্স লঞ্চ করা হচ্ছে। এর মাধ্যমে খুব সহজ ভাবে দুই আলাদা অপারেটিং সিস্টেম থেকে চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করা সম্ভব হবে।
সংস্থার তরফে দেওয়া একটি অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের অ্যাপ ব্যবহারকারীদের অনেক দিনের চাহিদা ছিল এটি। এর মাধ্যমে দুই আলাদা অপারেটিং সিস্টেমের মধ্যে চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করা যাবে। আমাদের প্রতিদ্বন্দ্বীরা ক্লাউড স্টোরেজ ব্যবহার করে সমস্ত ডেটা সংরক্ষণের জন্য। কিন্তু আমাদের যেহেতু এন্ড টু এন্ড এনক্রিপশন তাই ব্যবহারকারীদের নিজেদের ফোনে তথ্য সঞ্চিত হয়। এবং নতুন ফিচার্সে সমস্ত তথ্য ট্রান্সফার করা সম্ভব হবে। যা সম্পন্ন হবে অত্যন্ত সুরক্ষিত ভাবে।”