মারুতি যে ওয়াগন আর অটো এক্সপো-তে দেখিয়েছে সেটি সিএনজি, পেট্রোল বা বৈদ্যুতিক গাড়ি নয়, এটি একটি ফ্লেক্স-ফুয়েল গাড়ি। এটি চলবে পেট্রোলের পাশাপাশি ইথানলে।
আরও পড়ুন- নতুন বছরে WhatsApp-এর উপহার! আসছে মাল্টিপল চ্যাট অপশন
ওয়াগন আর ইথানলে চললে পেট্রোলের চেয়ে অনেক কম খরচ হবে। কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি ইথানলে চালিত যানবাহনের উপর বিশেষভাবে জোর দিয়েছেন। আর এরই মধ্যে মারুতি গ্রাহকদের জন্য ওয়াগনআর ফুয়েল ফ্লেক্স-এ চালু করল।
advertisement
ওয়াগন আরে ফ্লেক্স ফুয়েলের পাশাপাশি ভিটারা ব্রেজা এস-সিএনজি, গ্র্যান্ড ভিটারা ইলেকট্রিক হাইব্রিড, ভিটারা সিএনজির মতো যানবাহনও প্রদর্শন করছে মারুতি।
ইথানলে গাড়ি চালানোর অনেক সুবিধা রয়েছে। তবে সবচেয়ে বড় সুবিধা হল, এতে চালকের পকেট সাশ্রয় হবে। ওয়াগনআর ইথানলে চললে শুধু খরচই কমবে না, কার্বন নিঃসরণ কমাতেও বড় ভূমিকা রাখবে।
Wagon-R ফ্লেক্স ফুয়েল লঞ্চের বিষয়ে মারুতি এখনও কোনও নির্দিষ্ট তথ্য দেয়নি। কারণ এই গাড়িটি এখনও তাদের প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে। তবে আশা করা হচ্ছে, এই গাড়িটি চলতি বছরেই লঞ্চ হবে। বছরের শেষ নাগাদ এটি বাজারে লঞ্চ করতে পারে মারুতি।
আরও পড়ুন- ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা; নতুন বছরে Redmi-র ধামাকা Note 11 Pro!
অন্যদিকে, এই গাড়িটির দাম অবশ্যই পেট্রোল ওয়াগন আর এর থেকে কিছুটা বেশি হবে। ওয়াগন আর পেট্রোলের দাম বর্তমানে ৫.৪৮ লক্ষ টাকা থেকে ৭.১০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।