TRENDING:

Vivo X90 Series: ভারতে এল Vivo X90 সিরিজ ! কত দাম, কেমন ক্যামেরা, সব দেখে নিন এক নজরে

Last Updated:

Vivo X90 Series Review: ভিভোর ফ্ল্যাগশিপ সিরিজের এই ফোন দু’টি রেঞ্জে পাওয়া যাবে— Vivo X90 এবং Vivo X90 Pro। সম্প্রতি এই সিরিজের ফোন লঞ্চ হয়েছে ভারতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রতিদিনই উন্নতি হচ্ছে প্রযুক্তি। প্রতিদিনই লঞ্চ করছে নতুন নতুন স্মার্টফোন। প্রতিটি ফোনই পূর্ব প্রজন্মের ফোনগুলির চেয়ে উন্নত। এবার সেই তালিকায় এসেছে Vivo X90 সিরিজ।
ভারতে এল Vivo X90 সিরিজ ! কত দাম, কেমন ক্যামেরা, সব দেখে নিন এক নজরে
ভারতে এল Vivo X90 সিরিজ ! কত দাম, কেমন ক্যামেরা, সব দেখে নিন এক নজরে
advertisement

Vivo-র ফ্ল্যাগশিপ সিরিজের এই ফোন দু’টি রেঞ্জে পাওয়া যাবে— Vivo X90 এবং Vivo X90 Pro। সম্প্রতি এই সিরিজের ফোন লঞ্চ করেছে ভারতে। দেখে নেওয়া যাক কেমন হতে পারে এই ফোন—

ডিসপ্লে

Vivo X90 এবং Vivo X90 Pro, দু’টি ফোনেই রয়েছে ৬.৭৮ ইঞ্চি AMOLED ডিসপ্লে। এরই সঙ্গে পাওয়া যাবে ১২০Hz রিফ্রেশ রেট।

advertisement

আরও পড়ুন- প্রয়োজন নেই এসি-র! তাপমাত্রার পারদ ৫০ ডিগ্রিতে উঠলেও ঘর থাকবে বরফের দেশের মতো শীতল! কীভাবে?

স্টোরেজ

খুব স্বাভাবিক ভাবেই নতুন লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোনে থাকছে 5G কানেক্টিভিটি। আর এই ফোন দু’টিই চলবে MediaTek Dimensity 9200 চিপসেটের সাহায্যে। এর স্টোরেজের মধ্যে থাকছে ১২জিবি RAM এবং ২৫৬জিবি স্টোরেজ।

advertisement

ক্যামেরা

Vivo X90-র ক্ষেত্রে থাকছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা মডিউল। যার মধ্যে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল পোর্ট্রেট এবং ১২ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা। অন্য দিকে, Vivo X90 Pro-এর ট্রিপল রিয়ার ক্যামেরা মডিউলে থাকছে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগপিক্সেল পোর্ট্রেট এবং ১২ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা।

advertisement

সামনে তো অবশ্যই থাকছে সেলফি ক্যামেরা। সেক্ষেত্রে দু’টি ফোনেই রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরা রয়েছে ফোনের সামনে একটি পাঞ্চহোল কাট-আউটের মধ্যে।

ব্যাটারি

ব্যাটারির ক্ষেত্রেও দু’টি ফোনের মধ্যে ব্যবধান সামান্য। Vivo X90-তে রয়েছে একটি ৪,৮১০ mAh ব্যাটারি। অন্য দিকে, Vivo X90 Pro-তে রয়েছে একটি ৪,৮৭০ mAh ব্যাটারি। এরা ১২০W ফাস্ট চার্জিং-এ সক্ষম।

advertisement

দাম ও প্রাপ্তিস্থান

Vivo X90 Pro-র দাম ভারতে ধার্য করা হয়েছে ৮৪,৯৯৯ টাকা। এতে পাওয়া যাবে ১২ জিবি RAM ও ২৫৬ জিবি স্টোরেজ।

অন্য দিকে, Vivo X90-এর দাম ধার্য করা হয়েছে ৫৯,৯৯৯ টাকা। এতে পাওয়া যাবে ৮জিবি RAM ও ২৫৬ জিবি স্টোরেজ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আগামী ৫ মে ২০২৩ তারিখ থেকে Flipkart, Vivo India-র ই-স্টোর এবং সংস্থার অংশীদার রিটেল স্টোরে পাওয়া যাবে ফোন দু’টি।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Vivo X90 Series: ভারতে এল Vivo X90 সিরিজ ! কত দাম, কেমন ক্যামেরা, সব দেখে নিন এক নজরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল