TRENDING:

শুধু সেলফি ক্যামেরাই ৩২ মেগাপিক্সেল! বাজারে এল Vivo-র মারকাটারি ফোন

Last Updated:

Vivo X90 Pro: সেলফি তুলতে ভালবাসেন? তা হলে এই স্মার্টফোন আপনার জন্য পারফেক্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: জনপ্রিয় মোবাইল কোম্পানি Vivo তাদের X90 সিরিজের ফোন লঞ্চ করেছে। ২২শে নভেম্বর অর্থাৎ মঙ্গলবার চিনে লাইভস্ট্রিম ইভেন্টের মাধ্যমে লঞ্চ করা হয়েছে X90 সিরিজের ফোন।
advertisement

X90 সিরিজের মধ্যে রয়েছে তিনটি ফোন। সেগুলো হল Vivo X90, Vivo X90 Pro এবং Vivo X90 Pro+। জানা গিয়েছে যে Vivo কোম্পানির নতুন সিরিজের এই ফোন আগের বছরে লঞ্চ করা Vivo X80 ফোনের আপগ্রেডেড মডেল।

আরও পড়ুন- সেলফি তুলতে ভালবাসেন? ওপো আনছে রেনো ৯ সিরিজের নতুন মডেল

নতুন এই তিনটি ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এক নজরে দেখে নেওয়া যাক এই তিনটি ফোনের সমস্ত খুঁটিনাটি।

advertisement

Vivo X90 ফোনটি চারটি মডেলে পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ।

ভারতীয় মুদ্রায় এই চারটি ফোনের দাম যথাক্রমে ৪২,০০০ টাকা, ৪৫,০০০ টাকা, ৫১,০০০ টাকা এবং ৫৭,০০০ টাকা। Vivo X90 Pro ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেল পাওয়া যাচ্ছে না। এই ফোনের অন্য তিনটি মডেলের দাম হল ৫৭,০০০ টাকা ৬২,০০০ টাকা এবং ৬৮,০০০ টাকা।

advertisement

অন্য দিকে, Vivo X 90 Pro+ ফোনের ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৪,০০০ টাকা এবং ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ৮০,০০০ টাকা।

Vivo X90 ফোনে ব্যবহার করা হয়েছে ডুয়াল সিম। এই ফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১৩ যুক্ত অরিজিন ওএস৩। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে।

advertisement

আরও পড়ুন- Blinkit দিচ্ছে দারুন সুযোগ! ঘরে বসেই কেনা যাবে Xiaomi Mi Air Purifier 3

এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এই ফোনের সামনে ব্যবহার করা হয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫জি সাপোর্ট এবং ৪,৮১০ এমএএইচ ব্যাটারি।

advertisement

Vivo X90 Pro ফোনে ব্যবহার করা হয়েছে ডুয়াল সিম। এই ফোনের ডিসপ্লে Vivo X90 ফোনের মতোই। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৪ এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্রসেসর।

এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫টি ক্যামেরা, যার স্পেসিফিকেশন Vivo X90 ফোনের মতো। এই ফোনের সামনে ব্যবহার করা হয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৪,৮৭০ এমএএইচ ব্যাটারি এবং ভাইরাল চার্জিং সাপোর্ট।

Vivo X90 Pro+ ফোনের ডিসপ্লে অন্য দুটি ফোনের মতোই। এই ফোনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে ৪টি রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং ৬৪ মেগাপিক্সেলের একটি ক্যামেরা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ফোনের সামনে ব্যবহার করা হয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
শুধু সেলফি ক্যামেরাই ৩২ মেগাপিক্সেল! বাজারে এল Vivo-র মারকাটারি ফোন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল