Vivo কোম্পানির এই নতুন Vivo X80 সিরিজের ফোনে কী কী ফিচার রয়েছে, সেই বিষয়ে এখনও স্পষ্ট করে এখনও কিছু জানানো হয়নি। কিন্তু, রিপোর্ট অনুযায়ী Vivo X80 ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ চিপসেট (MediaTek Dimensity 8100 chipset), Vivo X80 Pro ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ এসওসি (MediaTek Dimensity 9000 SoC) এবং Vivo X80 Pro Plus ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ৮ জেন ১ চিপসেট (QualComm Snapdragon 8 Gen 1 Chipset)।
advertisement
রিপোর্ট অনুযায়ী Vivo X80 Pro এবং Vivo X80 Pro Plus ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি শুটার, ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার, ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের পোট্রেট লেন্স। এ ছাড়াও Vivo X80 সিরিজের ফোনে সেলফি তোলার জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার। সুতরাং Vivo কোম্পানির এই নতুন Vivo X80 সিরিজের ফোনে ব্যবহার করা হয়েছে উন্নত ও আধুনিক ক্যামেরা।
বেশ কিছু দিন আগে Vivo কোম্পানি লঞ্চ করেছে তাদের নতুন প্রথম ফোল্ডিং ফোন। আগের মাসেই Vivo কোম্পানি লঞ্চ করেছে তাদের ফোল্ডিং ফোন Vivo X Fold। এই ফোনে রয়েছে ৮ ইঞ্চির এলটিপিও২ (LTPO2) ফোল্ডিং ডিসপ্লে। এছাড়াও এই ফোনে রয়েছে ২কে (2K) রেজোলিউশন এবং ১২০এইচজেড (120Hz) রিফ্রেশ রেট। এছাড়াও এই ফোনের বাইরের ডিসপ্লে হল ৬.৫৩ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে। এতে রয়েছে ১২০এইচজেড (120Hz) রিফ্রেশ রেট।