TRENDING:

Virat Kohli: টাকার অভাব ছিল না! তবু বিরাট কোহলি শুরুতে দামি গাড়ি কেনেননি! কিনেছিলেন এই মডেল...

Last Updated:

কেউ কেউ তো বিশ্বাসই করতে পারছেন না এই খবর! কারণ বিরাট কোহলি এখনও পুরোপুরি ভাবে ফিট। তাই ভক্তদের বিশ্বাস, তাঁদের প্রিয় ক্রিকেট তারকা অনায়াসে আরও বেশ কয়েক বছর টেস্ট ক্রিকেট চালিয়ে যেতে পারতেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম হলেন বিরাট কোহলি। আপাতত টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। শুধু তা-ই নয়, আন্তর্জাতিক টি-২০ থেকেও অবসর গ্রহণ করেছেন। তবে কিং কোহলির এহেন সিদ্ধান্তে হতাশ হয়েছে ভক্তরা। কেউ কেউ তো বিশ্বাসই করতে পারছেন না এই খবর!
News18
News18
advertisement

কারণ বিরাট কোহলি এখনও পুরোপুরি ভাবে ফিট। তাই ভক্তদের বিশ্বাস, তাঁদের প্রিয় ক্রিকেট তারকা অনায়াসে আরও বেশ কয়েক বছর টেস্ট ক্রিকেট চালিয়ে যেতে পারতেন। এমনিতে ফিটনেস ফ্রিক বিরাট কোহলি, সে কথা তো সকলেরই জানা। তবে অন্য একটা বিষয়ের জন্যও তিনি গোটা বিশ্বে বিখ্যাত। আসলে তাঁর বিলাসবহুল জীবনযাপন চর্চার শিরোনামে উঠে আসে। আর তাঁর এই বিলাসব্যসনের বড় অংশ হল তাঁর বিলাসবহুল গাড়ির কালেকশনও। তাহলে দেখে নেওয়া যাক, বিরাটের সংগ্রহে থাকা গাড়ির তালিকা।

advertisement

Tata Safari Dicor ছিল বিরাট কোহলির প্রথম গাড়ি:

Star Sports-এর এক সাক্ষাৎকারে কোহলি নিজের প্রথম গাড়ির গল্প ভাগ করে নিয়েছিলেন। বাইশ গজের দুনিয়ায় ব্যাপক সাফল্য পাওয়ার পর তিনি কিনেছিলেন Tata Safari Dicor। এটি একটি দুর্দান্ত শক্তিশালী এসইউভি। আসলে এই গাড়িটি কোহলি এবং তাঁর দাদার ব্যক্তিত্বের সঙ্গে একেবারে মানানসই ছিল। সেই কারণেই গাড়িটি কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন ওই ক্রিকেট তারকা। তিনি এ-ও জানান যে, একবার দাদার সঙ্গে তিনি কোথাও যাচ্ছিলেন। কিন্তু ডিজেলের জায়গায় ভুল করে গাড়িটির ট্যাঙ্কে পেট্রোল ভরিয়েছিলেন।

advertisement

আরও পড়ুন- রিমোট থেকে এসি বন্ধ করেন? ঘণ্টা মেপে এসি চালিয়েও বাড়ছে বিদ্যুৎ বিল? আদৌ বন্ধ হচ্ছে মেশিন?

Audi ব্র্যান্ড অ্যাম্বাসাডর:

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের কাছে রয়েছে একাধিক ব্র্যান্ডের গাড়ি। সেই তালিকায় রয়েছে Audi-ও। এই ব্র্যান্ডের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডরও হয়েছেন কোহলি। ক্রিকেটার হওয়ার পর Tata Safari গাড়ি কিনেছিলেন কোহলি।

advertisement

Bentley Continental GT:

বিরাট কোহলির বিলাসবহুল গাড়ির কালেকশনের তালিকায় এরপরেই রয়েছে Bentley Continental GT। বিরাট কোহলির একাধিক বিলাসবহুল এসইউভফি রয়েছে। শুধু তা-ই নয়, তাঁর কাছে বিলাসবহুল স্পোর্টস সিডানও রয়েছে। আর সেটা হল এই Bentley Continental GT। টু-ডোর ফোর-সিটার এই বিলাসবহুল সিডানের পারফরম্যান্স দুর্ধর্ষ। এতে রয়েছে ট্যুইন-টার্বো V8 পেট্রোল ইঞ্জিন। যদিও ভারতে এখন আর বিক্রি হয় না Bentley Continental GT। তবে এর শেষ রেকর্ড করা মূল্য ছিল ৩.২৯ কোটি টাকা (এক্স-শোরুম)। বর্তমানে ভারতে শুধুমাত্র পাওয়া যায় Bentley Bentayga।

advertisement

Audi A8L:

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিরাট কোহলির সংগ্রহে থাকা তৃতীয় বিলাসবহুল গাড়িটি হল Audi A8L। ভারতে এটি আসলে Audi-র ফ্ল্যাগশিপ সিডান। বর্তমানে সেলে মিলছে এই গাড়ি। এতে রয়েছে একটি ট্যুইন-টার্বো V6 পেট্রোল ইঞ্জিন। সেই সঙ্গে এর ফিচারও চোখে পড়ার মতো! ভারতে Audi A8L-এর দাম ১.৩৪ কোটি টাকা (এক্স-শোরুম)। এই দাম Celebration Edition-এর জন্য প্রযোজ্য।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Virat Kohli: টাকার অভাব ছিল না! তবু বিরাট কোহলি শুরুতে দামি গাড়ি কেনেননি! কিনেছিলেন এই মডেল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল