TRENDING:

একই ফোনে Whatsapp-এর দুটি অ্যাকাউন্ট ব্যবহার করা যায়! কায়দাটা শিখে নিন আজই

Last Updated:

Whatsapp feature: এই ধরনের ফিচার ডুয়াল-সিম ফোন ব্যবহার করা গ্রাহকদের জন্য সুবিধাজনক হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হোয়াটসঅ্যাপ একই ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করার ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। এতে ব্যবহারকারীদের এবার থেকে আর এই মেসেজিং অ্যাপের একাধিক ব্যবহার করতে দুটি ফোন ব্যবহারের প্রয়োজন হবে না।
অ্যাপল এবং গুগলের মতো টেক জায়ান্ট ইতিমধ্যেই তাদের নিজ নিজ ইউজার বেসের জন্য পাসকি সমর্থন সংহত করেছে। সাম্প্রতিক উন্নয়নে, নিরাপত্তা জোরদার করার উপায় হিসেবে Google তার ইউজারদের ঐতিহ্যগত পাসওয়ার্ড থেকে পাসকিতে রূপান্তর করতে সক্রিয়ভাবে উৎসাহিত করেছে।
অ্যাপল এবং গুগলের মতো টেক জায়ান্ট ইতিমধ্যেই তাদের নিজ নিজ ইউজার বেসের জন্য পাসকি সমর্থন সংহত করেছে। সাম্প্রতিক উন্নয়নে, নিরাপত্তা জোরদার করার উপায় হিসেবে Google তার ইউজারদের ঐতিহ্যগত পাসওয়ার্ড থেকে পাসকিতে রূপান্তর করতে সক্রিয়ভাবে উৎসাহিত করেছে।
advertisement

মেটা আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেছে যে এই ফিচারটি আগামী সপ্তাহ বা আগামী মাসে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যেও উপলব্ধ হবে। এই ধরনের ফিচার ডুয়াল-সিম ফোন ব্যবহার করা গ্রাহকদের জন্য সুবিধাজনক হবে।

আরও পড়ুন- কানেকটেড গাড়িও হতে পারে হ্যাকিংয়ের শিকার! কীভাবে গাড়ি সুরক্ষিত রাখবেন!

প্রধানত ভারতের মতো বাজারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ক্ষেত্রে এই ফিচার খুবই প্রয়োজনীয়।

advertisement

হোয়াটসঅ্যাপ স্পষ্ট ভাবে জানিয়েছে যে একাধিক অ্যাকাউন্টের সাপোর্টের জন্য এই ফিচারটি চালু করতে দ্বিতীয় নম্বরে সক্রিয় আরেকটি সিম কার্ডের প্রয়োজন।

যাঁদের এই টুল ব্যবহার করার বিকল্প রয়েছে তাঁরা eSIM নিতে পারেন, এর অর্থ যাঁরা প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাঁরা সর্বত্র দুটি ব্যবহার করার পরিবর্তে ডিভাইসে তাঁদের দ্বিতীয় নম্বরটি সক্রিয় করতে পারেন।

advertisement

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, “আমরা একই সময়ে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করার ফিচার চালু করছি। এতে দুটি অ্যাকাউন্টের মধ্যে স্যুইচ করার ক্ষেত্রে কোনও অসুবিধে হবে না, এতে ব্যবহারকারীদের আর কাজ এবং ব্যক্তিগত অ্যাকাউন্টের মধ্যে বারে বারে স্যুইচ করার প্রয়োজন হবে না।

আরও পড়ুন- দেদার সেলফি, রিল! ফোনের চার্জ হঠাৎ শেষ, চার্জার ছাড়াই ফোন চার্জ দেওয়ার টিপস

advertisement

হোয়াটসঅ্যাপের একাধিক অ্যাকাউন্ট ফিচার: এটি কীভাবে কাজ করে?

এই ফিচারটি ব্যবহার করতে এই পদক্ষেপগুলি মেনে চলতে হবে:

– ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ খুলতে হবে

– তিনটি বিন্দুযুক্ত মেনুতে ক্লিক করে তারপর সেটিংসে প্রেস করতে হবে

– প্রোফাইল নামের পাশে ড্রপ ডাউন তিরটিতে ক্লিক করতে হবে

– হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আরেকটি মোবাইল নম্বর যোগ করতে হবে

advertisement

– নম্বরটি যাচাই করতে এই পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে এবং একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে দ্বিতীয় নম্বরটির ব্যবহার শুরু করা যাবে

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের আড়ালে নিভে যাওয়া শিক্ষার প্রদীপ! মহাশ্বেতা দেবীর স্বপ্নের বিদ্যালয় অবহেলায় পড়ে
আরও দেখুন

হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডের অ্যাপ ভার্সন যা এই ফিচারটিকে সাপোর্ট করে তা গত কয়েক সপ্তাহ ধরে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে ২.২৩.২১.১২-এ উপলব্ধ থাকবে এবং আশা করা যাচ্ছে পাবলিক রিলিজটিও একই ভার্সনে উপলব্ধ হবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
একই ফোনে Whatsapp-এর দুটি অ্যাকাউন্ট ব্যবহার করা যায়! কায়দাটা শিখে নিন আজই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল