কীভাবে এই নয়া সুবিধা ব্যবহার করবেন আপনি ? টেলিকম অপরেটর সংস্থাগুলি থেকেই আপনাকে দেওয়া হবে একটি নয়া মোবাইল নম্বর ৷ কিন্তু তার জন্য কোনও সিমের দরকার পড়বে না ৷ শুধুমাত্র ইন্টারনেট টেলিফোনি অ্যাপ ব্যবহার করেই আপনি কাউকে সহজেই ফোন করতে পারবেন ৷ গত অক্টোবর মাসে ট্রাই এই প্রস্তাবটি দিয়েছিল ৷ ওয়াইফাই মারফত কলিং পরিষেবা কল ড্রপের মত সমস্যা থেকেও আপনাকে রেহাই দেবে ৷
advertisement
রিলায়েন্স জিও, বিএসএনএল, এয়ারটেলসহ একাধিক সংস্থার তরফে এই অফার দেওয়া হচ্ছে ৷ ট্রাইয়ের উপদেষ্টা অরবিন্দ কুমার বলেন, এই নয়া ব্যবস্থা যোগাযোগের ক্ষেত্রে এক নয়া দিকের সূচনা করল ৷ এই নয়া ব্যবস্থার জেরে গ্রাহকদেরই অনেক সুবিধা হতে চলেছে ৷ মাঝে মধ্যেই নেটওয়ার্ক সমস্যায় পড়তে হয় গ্রাহকদের ৷ কিন্তু এই ওয়াইফাই ব্যবস্থাতে এই ধরণের আর কোনও সমস্যা হবে না ৷
তিনি আরও জানিয়েছেন, ওয়াইফাই মারফত ফোন করতে গেলে আপনাকে ১০ ডিজিটের একটি নাম্বার দেওয়া হবে ৷ যদি আপনার এয়ারটেলের কোনও নম্বর থাকে ৷ তাহলে আপনি জিও ইন্টারনেট টেলিফোনি অ্যাপ ডাউনলোড করতে পারেন ৷ আর তারপরেই আপনি পেয়ে যাবেন এক নয়া নম্বর ৷ যে নম্বর দিয়েই আপনি ব্রডব্যান্ড দিয়ে ফোন করতে পারেন ৷