TRENDING:

ফোন করতে আর সিম নয়, ওয়াইফাই দিয়েই এবার কল করতে পারেন আপনি

Last Updated:

আটকে পড়েছেন কোনও বদ্ধ ঘরে ? সিগনাল পাচ্ছেন না ? কিন্তু সেই সময়ই হয়তো আপনার কাছের কাউকে ফোনে দরকার ৷ কি করবেন বুঝে উঠতে পারছেন না ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আটকে পড়েছেন কোনও বদ্ধ ঘরে ? সিগনাল পাচ্ছেন না ? কিন্তু সেই সময়ই হয়তো আপনার কাছের কাউকে ফোনে দরকার ৷ কি করবেন বুঝে উঠতে পারছেন না ৷ ঠিক সেই সময়ই আপনার সমস্ত সমস্যার সমাধান করতে পারে এবার ওয়াইফাই ৷ কারণ ফোন করার জন্য এখন আর প্রয়োজন নেই মোবাইল নেটওয়ার্কের ৷ অফিস কিংবা বাড়ির ওয়াইফাই ব্রডব্যান্ড মারফত মোবাইলটাকেই আপনি ল্যান্ডলাইন ফোনের মত ব্যবহার করতে পারবেন ৷
Representative Image
Representative Image
advertisement

কীভাবে এই নয়া সুবিধা ব্যবহার করবেন আপনি ? টেলিকম অপরেটর সংস্থাগুলি থেকেই আপনাকে দেওয়া হবে একটি নয়া মোবাইল নম্বর ৷ কিন্তু তার জন্য কোনও সিমের দরকার পড়বে না ৷ শুধুমাত্র ইন্টারনেট টেলিফোনি অ্যাপ ব্যবহার করেই আপনি কাউকে সহজেই ফোন করতে পারবেন ৷ গত অক্টোবর মাসে ট্রাই এই প্রস্তাবটি দিয়েছিল ৷ ওয়াইফাই মারফত কলিং পরিষেবা কল ড্রপের মত সমস্যা থেকেও আপনাকে রেহাই দেবে ৷

advertisement

রিলায়েন্স জিও, বিএসএনএল, এয়ারটেলসহ একাধিক সংস্থার তরফে এই অফার দেওয়া হচ্ছে ৷ ট্রাইয়ের উপদেষ্টা অরবিন্দ কুমার বলেন, এই নয়া ব্যবস্থা যোগাযোগের ক্ষেত্রে এক নয়া দিকের সূচনা করল ৷ এই নয়া ব্যবস্থার জেরে গ্রাহকদেরই অনেক সুবিধা হতে চলেছে ৷ মাঝে মধ্যেই নেটওয়ার্ক সমস্যায় পড়তে হয় গ্রাহকদের ৷ কিন্তু এই ওয়াইফাই ব্যবস্থাতে এই ধরণের আর কোনও সমস্যা হবে না ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তিনি আরও জানিয়েছেন, ওয়াইফাই মারফত ফোন করতে গেলে আপনাকে ১০ ডিজিটের একটি নাম্বার দেওয়া হবে ৷ যদি আপনার এয়ারটেলের কোনও নম্বর থাকে ৷ তাহলে আপনি জিও ইন্টারনেট টেলিফোনি অ্যাপ ডাউনলোড করতে পারেন ৷ আর তারপরেই আপনি পেয়ে যাবেন এক নয়া নম্বর ৷ যে নম্বর দিয়েই আপনি ব্রডব্যান্ড দিয়ে ফোন করতে পারেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফোন করতে আর সিম নয়, ওয়াইফাই দিয়েই এবার কল করতে পারেন আপনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল