প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ প্রজেক্টের আওতায় ৩২ ইঞ্চির এই নয়া স্মার্ট টিভি লঞ্চ করতে চলেছে সংস্থাটি ৷ অন্যান্য সংস্থার টিভির মতো বাইরের দেশ অর্থাৎ চিন, উত্তর কোরিয়া বা তাইল্যাণ্ড থেকে আমদানি করতে হচ্ছে না সেই সরঞ্জাম। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে, দেশীয় সরঞ্জাম দিয়ে এই টিভি তৈরি হচ্ছে এ দেশেই৷ ৷ কর্তৃপক্ষের দাবি, তাঁদের টিভি অনায়াসে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে এলজি, স্যামসং, প্যানাসনিকের মতো স্মার্ট টিভি নির্মাণকারী সংস্থাগুলিকে ৷ প্রযুক্তিতে সকলের চেয়ে উন্নত হওয়ার পাশাপাশি, দামও মধ্যবিত্তের আওতার মধ্যেই! মাত্র ৪৯৯৯ টাকায় কিনতে পারবেন এই স্মার্ট টিভি।
advertisement
স্মার্ট টিভিতে থাকছে ১৩৬৬X৭৮৬ পিক্সেলের ৩২ ইঞ্চি এইচডি ডিসপ্লে৷ হাই রেজিলিউশন ভিডিও কোয়ালিটি৷ ৫১২ এমবি ব়্যাম ও ৪ জিবি স্টোরেজ৷ অ্যানড্রয়েড ৪.৪ এবং ফেসবুক, ইউটিউবের মতো একগুচ্ছ অ্যাপ ৷