তবে গাড়ি চালানোর সময় ড্রেস কোড সম্পর্কে কী কী নিয়ম রয়েছে তা খুব কম মানুষই জানেন। আপনি প্রায়শই হাফপ্যান্ট বা চপ্পল পরা লোকেদের দুচাকার গাড়ি চালাতে দেখেছেন হয়তো। যদিও কিছু লোক এমন পোশাক বাইক চালানো ভুল বলে মনে করেন।
অধিকাংশ মানুষ সঠিক নিয়ম সম্পর্কে সচেতন নয়। আজ আমরা আপনার বিভ্রান্তি দূর করতে চলেছি। আসুন জেনে নিই কী কী নিয়ম রয়েছে এক্ষেত্রে।
advertisement
আরও পড়ুন- বদলে যাচ্ছে WhatsApp! কেমন হতে চলেছে আগামী দিনের চেহারা, দেখে নিন এক নজরে
মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী, ভারতে বাইক চালানো বা গাড়ি চালানোর সময় আপনাকে অবশ্যই সঠিক পোশাক পরতে হবে। নিয়ম অনুযায়ী, দুই চাকার চালকদের গাড়ি চালানোর সময় বুটজাতীয় জুতো পরা বাধ্যতামূলক। অর্থাৎ স্লিপার পরে বাইক বা স্কুটার চালালে আপনার ফাইন হতে পারে। আইন ভাঙলে এক হাজার টাকা জরিমানা হতে পারে।
একইভাবে, বাইক চালানোর সময় চালককে ফুল লেংথ প্যান্ট/ট্রাউজার সহ একটি শার্ট বা টি-শার্ট পরতে হবে। যারা শর্টস পরে বাইক/স্কুটার চালান তাঁরা আইন ভঙ্গ করছেন। সেক্ষেত্রে ২০০০ টাকা জরিমানা করতে পারে ট্রাফিক পুলিশ।
আরও পড়ুন- Jio-র আকর্ষণীয় প্ল্যান! ৫০০ টাকার কমে রিচার্জ করুন পেয়ে যান দৈনিক ২ জিবি ডেটা
আসলে মোটরসাইকেল চালানোর সময় চালকের পা এক্সস্ট পাইপ এবং গরম ইঞ্জিনের পাশে থাকে। হাফপ্যান্ট পরলে আপনার পা মোটরসাইকেলের ইঞ্জিন এবং এক্সস্ট পাইপে লেগে পুড়ে যেতে পারে। আর তাই ফুল প্যান্ট ও বুট পরে বাইক চালানোর নিয়ম রয়েছে। তবে নিজের সুরক্ষার জন্যও ফুল প্যান্ট পরে বাইক বা স্কুটার চালানো উচিত।