রবিবার ট্যুইট করে এলন মাস্ক লেখেন,‘‘খুব তাড়াতাড়ি আমরা টুইটার ব্র্যান্ড এবং ধীরে ধীরে সমস্ত পাখিকে বিদায় জানাব। যদি আজ রাতে ভাল X লোগো পোস্ট করা হয়, তাহলে আমরা আগামীকাল বিশ্বব্যাপী লাইভ করব’’৷
আরও পড়ুন: ChatGPT মুখ দেখেই বলে দেবে মনের কথা! ফেস রিডিং করতেও সক্ষম এই কৃত্তিম বুদ্ধিমত্তা
advertisement
সূত্রের খবর অনুযায়ী মার্জারের পর ট্যুইটার এখন X ক্রপ নামক নতুন একটি কোম্পানির অংশ হতে চলেছে৷ এই বিষয়ে খানিকটা আভাস দিলেন এলন মাস্ক৷ তাঁর ট্যুইটারের লোগো বদলে হবে ‘X’ হওয়ার পেছনে সম্ভবত এটাই কারণ৷ তাঁর এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি xAI কেও তুলে ধরেছেন মাস্ক৷
প্রসঙ্গত ট্যুইটারে নিয়ম বদলের প্রক্রিয়া চলছে৷ আনভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে প্রতিদিন কতগুলি করে সরাসরি মেসেজ করা যাবে সেই বিষয়ে সীমারেখা টানতে চায় ট্যুইটার৷ শুক্রবার থেকেই এই নতুন নিয়ম আসতে চলেছে৷ যাদের ট্যুইটারের ব্লু সাবস্ক্রিপশন নেই বা ভেরিফায়েড ব্যাজ নয় তাদের ক্ষেত্রেই লাঘু হবে এই নিয়ম৷ ঠিক কতগুলি এসএমএস পাঠানো যাবে সেই সংখ্যা অবশ্য এখনও প্রকাশ করেনি সংস্থা৷