TRENDING:

Twitter Logo: ‘উড়ে যাবে Twitter-এর নীল পাখি?’ আসছে নতুন লোগো, ঘোষণা করলেন এলন মাস্ক

Last Updated:

ট্যুইটারের মালিকানা বদলের সঙ্গে সঙ্গেই আরও অনেক বদল এসেছে। এবার বদলে যাবে সেই চিরপরিচিত নীল পাখি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ট্যুইটারের মালিকানা বদলের সঙ্গে সঙ্গেই আরও অনেক বদল এসেছে। এবার বদলে যাবে সেই চিরপরিচিত নীল পাখি। সম্প্রতি তেমনটাই ইঙ্গিত দিলেন সিইও এলন মাস্ক। বদলে দেওয়া হবে ট্যুইটারের লোগো। ট্যুইট করে ঘোষণা করলেন এলন মাস্ক।
‘উড়ে যাবে Twitter-এর নীল পাখি?’ আসছে নতুন লোগো, ঘোষণা করলেন এলন মাস্ক
‘উড়ে যাবে Twitter-এর নীল পাখি?’ আসছে নতুন লোগো, ঘোষণা করলেন এলন মাস্ক
advertisement

রবিবার ট্যুইট করে এলন মাস্ক লেখেন,‘‘খুব তাড়াতাড়ি আমরা টুইটার ব্র্যান্ড এবং ধীরে ধীরে সমস্ত পাখিকে বিদায় জানাব। যদি আজ রাতে ভাল X লোগো পোস্ট করা হয়, তাহলে আমরা আগামীকাল বিশ্বব্যাপী লাইভ করব’’৷

আরও পড়ুন: ChatGPT মুখ দেখেই বলে দেবে মনের কথা! ফেস রিডিং করতেও সক্ষম এই কৃত্তিম বুদ্ধিমত্তা

advertisement

সূত্রের খবর অনুযায়ী মার্জারের পর ট্যুইটার এখন X ক্রপ নামক নতুন একটি কোম্পানির অংশ হতে চলেছে৷ এই বিষয়ে খানিকটা আভাস দিলেন এলন মাস্ক৷ তাঁর ট্যুইটারের লোগো বদলে হবে ‘X’ হওয়ার পেছনে সম্ভবত এটাই কারণ৷ তাঁর এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি xAI কেও তুলে ধরেছেন মাস্ক৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত ট্যুইটারে নিয়ম বদলের প্রক্রিয়া চলছে৷ আনভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে প্রতিদিন কতগুলি করে সরাসরি মেসেজ করা যাবে সেই বিষয়ে সীমারেখা টানতে চায় ট্যুইটার৷ শুক্রবার থেকেই এই নতুন নিয়ম আসতে চলেছে৷ যাদের ট্যুইটারের ব্লু সাবস্ক্রিপশন নেই বা ভেরিফায়েড ব্যাজ নয় তাদের ক্ষেত্রেই লাঘু হবে এই নিয়ম৷ ঠিক কতগুলি এসএমএস পাঠানো যাবে সেই সংখ্যা অবশ্য এখনও প্রকাশ করেনি সংস্থা৷

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Twitter Logo: ‘উড়ে যাবে Twitter-এর নীল পাখি?’ আসছে নতুন লোগো, ঘোষণা করলেন এলন মাস্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল