TVS Orbiter না কি Indus?
যদিও এই আসন্ন মডেলের বিষয়ে কোনও রকম তথ্য আনুষ্ঠানিক ভাবে ভাগ করে নেয়নি TVS। এটি এন্ট্রি-লেভেল ইলেকট্রিক স্কুটার হতে পারে। প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, এই মডেলের নাম হতে পারে TVS Orbiter অথবা TVS Indus। এর পাশাপাশি এ-ও জানা গিয়েছে যে, EV-one এবং O নামের ট্রেডমার্কের জন্য আবেদনও জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। ফলে আসন্ন সাশ্রয়ী এই e-scooter-এর নাম কী হয়, সেটাই এখন দেখার বিষয়।
advertisement
আরও পড়ুন- EV Scooter-এর রেঞ্জ নিয়ে দুশ্চিন্তায়? চিন্তা নেই, সিঙ্গেল চার্জেই বাড়বে রেঞ্জ, জেনে নিন
পজিশনিং এবং ফিচার:
কোম্পানির প্রোডাক্ট লাইনআপে iQube-এর তলাতেই থাকবে নতুন TVS ইলেকট্রিক স্কুটারটি। iQube-এর মতোই নতুন সাশ্রয়ী ইলেকট্রিক স্কুটারটিতে থাকতে পারে একটি Bosch হাব-মাউন্টেড মোটর। যদিও 2.2kWh-এর তুলনায় কম ব্যাটারি ক্যাপাসিটি এবং কম শক্তিশালী ইলেকট্রিক মোটর থাকতে পারে এর মধ্যে। ফিচারের দিক থেকে দেখতে গেলে TVS Orbiter-এ লিমিটেড কানেক্টিভিটি ফিচার-সহ একটি বেসিক LCD কনসোল থাকতে পারে।
প্রত্যাশিত দাম:
বর্তমানে TVS iQube পাওয়া যাচ্ছে মোট ৬টি ভ্যারিয়েন্টে। বেস 2.2kWh ভ্যারিয়েন্টটির দাম হচ্ছে ১.০৮ লক্ষ টাকা। আর এর টপ-এন্ড মডেল ST 5.1kWh ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ১.৬০ লক্ষ টাকা (সমস্তটাই এক্স-শোরুম)। এই দাম দেখে মনে করা হচ্ছে যে, আসন্ন TVS Orbiter-এর দাম হতে পারে ১ লক্ষ টাকার আশপাশে। কিংবা তার থেকে কিছুটা কমও হতে পারে। আর এটি একবার বাজারে চলে এলে তা Ola S1X এবং Bajaj Chetak-এর লোয়ার ভ্যারিয়েন্টের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবে। যাইহোক, আসন্ন সময়ে বা আগামী কয়েক মাসের মধ্যে নতুন TVS ইলেকট্রিক স্কুটারের বিষয়ে আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে।