TRENDING:

ফোনে দু'টো সিম থাকলে কি বাড়তি টাকা দিতে হবে? TRAI জানিয়ে দিল আসল সত্যি

Last Updated:

TRAI: টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া রিপোর্টগুলিতে অস্বীকার করেছে যে, এটি দুটি সিম কার্ড এবং মোবাইল নম্বর থাকা গ্রাহকদের উপর চার্জ আরোপ করার কথা বিবেচনা করছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: টেলিকম রেগুলারিটি অথরিটি অফ ইন্ডিয়া, সংক্ষেপে TRAI জানিয়ে দিয়েছে যে, ব্যবহারকারীদের দুটি সিম কার্ড থাকার জন্য অর্থ প্রদান করতে হবে কি না। এক নজরে জেনে নেওয়া যাক যে, দুটি সিম থাকার জন্য সত্যিই চার্জ দিতে হবে কি না। এর সত্যতা কী?
advertisement

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া রিপোর্টগুলিতে অস্বীকার করেছে যে, এটি দুটি সিম কার্ড এবং মোবাইল নম্বর থাকা গ্রাহকদের উপর চার্জ আরোপ করার কথা বিবেচনা করছে।

TRAI জানিয়েছে যে টেলিকমিউনিকেশন বিভাগ ২০২২ সালের সেপ্টেম্বরে তাদের সঙ্গে যোগাযোগ করেছিল। বিভাগটি ন্যাশনাল নম্বরিং প্ল্যানে সংশোধনের জন্য সুপারিশ চেয়েছিল। যাতে দেশে ফোন নম্বর সংস্থানগুলির ব্যবস্থাপনা এবং ব্যবহার আরও ভালভাবে করা যায়।

advertisement

আরও পড়ুন- কমে যাবে বিদ্যুৎ খরচ! ২৮ ইঞ্চির ফ্রিজে ২৫ লিটার জল ঠান্ডা হবে মাত্র ১০ মিনিটে!

পরবর্তীকালে, TRAI ন্যাশনাল নম্বরিং প্ল্যান (এনএনপি) সংশোধনের বিষয়ে একটি চিঠি জারি করেছিল। এর উদ্দেশ্য হল টেলিকমিউনিকেশন সনাক্তকারী সংস্থানগুলির বরাদ্দ এবং ব্যবহারকে প্রভাবিত করে এমন সমস্ত দিক মূল্যায়ন করা।

TRAI বলেছে যে, তার লক্ষ্য হল বরাদ্দ নীতি এবং ব্যবহার প্রক্রিয়া উন্নত করে এমন সংশোধনী প্রস্তাব করা। যাতে বর্তমান এবং ভবিষ্যতের প্রয়োজনের জন্য টেলিযোগাযোগ সনাক্তকারী সংস্থানগুলির পর্যাপ্ত স্টক থাকতে পারে।

advertisement

টেলিকম রেগুলারিটি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) জানিয়ে দিয়েছে যে, TRAI একাধিক সিম কার্ড বা ফোন নম্বর থাকা গ্রাহকদের উপর চার্জ আরোপ করার পরিকল্পনা করছে, এই বিষয়গুলো সম্পূর্ণ ভুল। এই ধরনের দাবি মিথ্যা এবং জনসাধারণকে বিভ্রান্ত করা হচ্ছে।

আরও পড়ুন- কমে যাবে বিদ্যুৎ খরচ! ২৮ ইঞ্চির ফ্রিজে ২৫ লিটার জল ঠান্ডা হবে মাত্র ১০ মিনিটে!

advertisement

সুতরাং নিজেদের ফোনে দুটি সিম রাখতে গেলে টাকা দিতে হবে না। টেলিকম রেগুলারিটি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে, এটি নিছকই গুজব। এখনও তারা এমন কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি। সুতরাং সাধারণ মানুষদের এই বিষয়ে চিন্তা করার কোনও প্রয়োজন নেই।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

অর্থাৎ যাঁদের ফোনে দুটি সিম রয়েছে, তাঁদের অতিরিক্ত টাকা দেওয়া নিয়ে এখনই কোনও ধরনের চিন্তা করার প্রয়োজন নেই। কারণ এমন কোনও ধরনের চার্জ এখনই দিতে হবে না

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফোনে দু'টো সিম থাকলে কি বাড়তি টাকা দিতে হবে? TRAI জানিয়ে দিল আসল সত্যি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল