TRENDING:

TikTok: সত্যি! TikTok আবার ব্যবহার করা যাবে? টিকটকারদের জন্য বিরাট খবর!

Last Updated:

TikTok: এই অ্যাপটির বিশেষ বিষয় হল TikTok, Instagram এবং Clubhouse এতেই পাওয়া যাবে। শুনতে অবাক লাগলেও, Airchat অ্যাপ নামের এই অ্যাপটিতে AI-ও থাকবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি:  অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুখবর। কারণ একটি নতুন অ্যান্ড্রয়েড সোশ্যাল মিডিয়া অ্যাপ শীঘ্রই চালু হতে চলেছে৷ কিন্তু, এই অ্যাপ আর চার-পাঁচটা অ্যাপের মতো নয়। কারণ এই একটি অ্যাপেই ব্যবহার করা যাবে বেশ কয়েকটি অ্যাপের ফিচার। এই অ্যাপটির বিশেষ বিষয় হল TikTok, Instagram এবং Clubhouse এতেই পাওয়া যাবে। শুনতে অবাক লাগলেও, Airchat অ্যাপ নামের এই অ্যাপটিতে AI-ও থাকবে। Airchat অ্যাপটি বর্তমানে iOS-এর জন্য বিটা সংস্করণে উপলব্ধ করা হয়েছে। যে ইউজাররা বিটা সংস্করণ ব্যবহার করতে চান, তাঁরা  https://www.getairchat.com/-এ গিয়ে যোগ দিতে পারবেন। কিন্তু Airchat নামের সেই অ্যাপ ব্যবহার করতে কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক Airchat অ্যাপের সমস্ত খুঁটিনাটি।
advertisement

ভারতীয়-আমেরিকান উদ্যোক্তা এবং বিনিয়োগকারী নেভল রবিকান্ত এই অ্যাপটি তৈরিতে বিপুল অর্থ বিনিয়োগ করেছেন। Airchat অ্যাপের লক্ষ্য একটি অভিনব উপায়ে মানুষকে সংযুক্ত করে সামাজিক মিডিয়াতে বিপ্লব ঘটানো। Airchat-এর প্রতিষ্ঠাতা কর্তৃক প্রকাশিত ট্রেলারে দেখানো হয়েছে যে পুশ-টু-টক লেআউট সহ এই সোশ্যাল মিডিয়া অ্যাপে ইউজাররা ক্লাবহাউসের মতো ভিডিও বা পডকাস্টের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হবেন। এই অ্যাপটি TikTok, Instagram এবং Clubhouse-এর ফিচার নিয়ে তৈরি। বেশ কিছুদিন ধরেই পুরো দুনিয়াতে AI নিয়ে মাতামাতি শুরু হয়েছে। ChatGpt চালু হওয়ার পর থেকেই এই নিয়ে নতুন করে উন্মাদনা শুরু হয়েছে। জনপ্রিয় টেক কোম্পানি গুগলও AI বেসড ফিচার নিয়ে কাজ করা শুরু করেছে। এর মধ্যেই সামনে এল Airchat-এর মতো একটি অ্যাপ।

advertisement

আরও পড়ুন: প্যান্টের চেন টানতে ভুলে যান? লজ্জায় পড়তে হয়! তাহলে স্মার্ট প্যান্ট পরুন!

AI ইন্টিগ্রেশন –

AI ইন্টিগ্রেশন এই অ্যাপটিকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তুলেছে। এই অ্যাপে AI যুক্ত ফিচার ইউজারদের অভিজ্ঞতা বাড়াতে কাজ করবে। অ্যাপটিতে ইউজাররা বিভিন্ন বিষয়ের জন্য চ্যাট রুম পাবেন। ইউজাররা নিজেদের পছন্দের চ্যাট রুমে যোগ দিতে পারবেন এবং স্পিকারের সঙ্গে সরাসরি সংযোগ করতে সক্ষম হবেন। এই চ্যাটরুমের বিশেষ বিষয় হল প্রতিটি চ্যাট একাধিক বার্তা বা বিভাগে বিভক্ত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সেই চ্যাটে লাইক দেওয়ার অপশনও থাকবে। এমন নয় যে Airchat-এ ইউজাররা কেবল অডিও এবং ভিডিওর মাধ্যমে কথা বলতে পারবেন, এই অ্যাপটিতে টেক্সট বেসড রুমও পাওয়া যাবে। এই অ্যাপটিতে ইউজাররা প্রাইভেট, পাবলিক এবং ক্রিয়েটস রুমের অপশনও পাবেন। রুম ক্রিয়েটররা নিজের মতো করে তা নিয়ন্ত্রণ করতেও সক্ষম হবেন।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
TikTok: সত্যি! TikTok আবার ব্যবহার করা যাবে? টিকটকারদের জন্য বিরাট খবর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল