সম্প্রতি সাইবার সিকিউরিটি রিসার্চার ফার্ম ‘ক্যাসপারস্কি’ খুঁজে পেয়েছে উইনডিলার (WinDealer) নামে এই ম্যালওয়্যারটি। মনে করা হচ্ছে এটি LuoYu নামে একটি চিনা ATP (Advanced Persistent Threat ) এই ম্যালওয়্যার ব্যবহার করছে। এর মাধ্যমে হ্যাকাররা ইউজারের ডিভাইসে কমিউনিকেশন চ্যানেল কন্ট্রোল করে ফেলতে পারে। তার ফলে তারা যে কোনও এলাকা থেকে ইউজারদের ডিভাইসে থাকা যে কোনও ফাইল খুলতে পারে, ডাউনলোড করতে পারে এমনকী ‘কি ওয়ার্ড’ সার্চও করতে পারে। এর ফলে খুব সহজেই হ্যাকারদের হাতে চলে যাচ্ছে নিজেদের ডিভাইসের গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য।
advertisement
এক নজরে দেখে নিন উইনডিলার ম্যালওয়্যার কী ধরনের ক্ষতি করতে পারে -
- এই ক্ষতিকর ম্যালওয়ার খুব সহজেই হাতিয়ে নিতে পারে বিভিন্ন ধরনের ফাইল এবং ফাইল সিস্টেম। এর মাধ্যমে হ্যাকাররা খুব সহজেই সেই ফাইল খুলতে এবং মুছে দিতে পারবে। একই সঙ্গে সেই ফাইল খুলে নিজেরা কিছু লিখে তা অন্যদের পাঠিয়ে দিতেও পারে। এর মাধ্যমে চুরি যেতে পারে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং তথ্য।
- অনলাইন জালিয়াতরা বিভিন্ন ধরনের আরবিটারি ফাইল ডাউনলোড এবং আপলোড করতে পারে এবং সেটি ছড়িয়ে দিতে পারে।
- শুধু ফাইল নয়, ম্যালওয়্যার হ্যাকারদের সাহায্য করে হার্ডওয়্যারের বিভিন্ন ধরনের তথ্য চুরি করতে। এ ছাড়াও নেটওয়ার্ক কনফিগারেশন, প্রসেসেস, কিবোর্ড লেআউট, ইন্সটল অ্যাপলিকেশন ইত্যাদির তথ্যও চলে যেতে পারে হ্যাকারদের হাতে।
- এই ধরনের ম্যালওয়ার ফোনের স্ক্রিনের স্ক্রিনশট তুলে অনলাইন জালিয়াতদের পাঠিয়ে দেয়। এ ছাড়াও ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে ডেটা সংগ্রহ করে।
আরও পড়ুন: Google Meet, Google Classroom-এ আসতে চলেছে বেশ কিছু নতুন ফিচার, ঘোষণা করল Google
কী ভাবে বাঁচা যায় এই ম্যালওয়্যার থেকে? এক নজরে দেখে নিন ভয়ঙ্কর ম্যালওয়ার থেকে বাঁচার উপায় -
স্টেপ ১ -
সাইবারসিকিউরিটি ফার্ম ক্যাসপারস্কি জানিয়েছে যে, এই ধরনের অ্যাটাক থেকে নেটওয়ার্ক লেভেলকে সুরক্ষিত রাখা খুবই একটি কঠিন কাজ। কিন্তু, ভিপিএন কানেকশন এই ক্ষেত্রে কিছুটা সাহায্য করতে পারে।
স্টেপ ২ -
উইনডিলার ম্যালওয়্যার জটিল অ্যালগরিদমের মাধ্যমে IP অ্যাড্রেস জেনারেট করে। যা ব্লক করা খুবই কঠিন কাজ।
স্টেপ ৩ -
এর ফলে নিজেদের ডিভাইসকে সুরক্ষিত রাখার জন্য এবং এই ধরনের ক্ষতিকারক ম্যালওয়্যার থেকে বাঁচানোর জন্য ইন্টারনেট ব্যবহার করার সময় উপযুক্ত সিকিউরিটি সলিউশন প্রয়োজন।
স্টেপ ৪ -
দি এন্ডপয়েন্ট ডিটেকশন এবং রেসপন্স ক্লাস সলিউশন এই ধরনের জালিয়াত ডিটেক্ট করতে পারে এবং এই ধরনের অ্যাটাক আটকাতে সক্ষম। কিন্তু সেটি প্রথম স্টেজেই।