এর জন্য জরুরি হচ্ছে ওয়াটারপ্রুফিং করানো ৷ কিন্তু তার জন্য মিস্ত্রি লাগাতে হবে, এবং বেশ অনেকটাই টাকা খরচ করতে হবে ৷ তবে এখুনি মিস্ত্রি না লাগিয়ে সিলিউশন চাইলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত একটি সলিউশন ৷ ছোট্ট একটি ডিভাইস লাগিয়ে আপাতত স্যাঁতস্যাঁতে দেওয়াল থেকে মুক্তি পেতে পারেন ৷
আরও পড়ুন: ফোনের স্টোরেজ ফুল হয়ে গিয়েছে ? ডিলিট না করে কী করে বাড়াবেন স্পেস ? দেখে নিন
advertisement
দেওয়ালে নোনা ধরা খুবই স্বাভাবিক৷ কিন্তু দীর্ঘদিন সেই দিকে নজর না দিলে ড্যাম্প বাড়তে থাকে এবং দেওয়াল দুর্বল হতে থাকে ৷ দেওয়ালের জায়গায় জায়গায় ড্যাম্প হওয়ায় বাড়ির সৌন্দর্য নষ্ট হতে থাকে ৷ এখন অবশ্য সহজেই নোনা ধরার হাত থেকে মুক্তি পেতে পারেন৷ এর জন্য লাগবে এই ডিভাইস ৷
আরও পড়ুন: লক করার পরে Aadhaar Card আর আনলক করতে পারছেন না? জেনে নিন এবার কী করবেন
নাম Dehumidifier ৷ এই ডিভাইস হাওয়া থেকে আদ্রতা দূর করতে সাহায্য করে ৷ ড্যাম্প যাতে আরও বেড়ে না যায় তাতেও সাহায্য করে এই ডিভাইস ৷ তবে মাথায় রাখতে হবে দেওয়াগুলি সম্পূর্ণ ভাবে ঠিক হয়ে যাবে না ৷ ভবিষ্যতে দরকার পড়লে দেওয়াল মেরামত করাতে হতে পারে ৷
দেওয়াল স্যাঁতস্যাঁতে থাকলে Dehumidifier ও পাখা একসঙ্গে চালালে দেওয়াল অনেকটাই শুকিয়ে যাবে ৷ এই ডিভাইস ঘরের স্যাঁতস্যাঁতে ভাব দূর করার পাশাপাশি হাওয়ার কোয়ালিটি উন্নত করে ৷