TRENDING:

এই অ্যাপগুলি ডাউনলোড করেছেন নাকি আপনার স্মার্টফোনে! ঘনিয়ে আসছে মারাত্মক বিপদ

Last Updated:

ম্যালওয়্যার ছড়িয়ে যেসব ডিভাইস সংক্রামিত করা হয়েছে, সেগুলির উপর দখল বজায় রাখতে ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’ ব্যবহার করা হতে পারে। ডিভাইসের মালিক কিছুই জানতে পারেন না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০২৪ সালে এসে পৌঁছেছি আমরা। পাল্লা দিয়ে উন্নত হচ্ছে প্রযুক্তি। এখন যেকোনও কাজ করে দিতে পারে AI। গত কয়েক বছর ধরেই মানুষের যেকোনও কাজে প্রয়োজন হচ্ছে একটি করে অ্যাপ। Android হোক বা iOS, অ্যাপে অ্যাপে ছয়লাপ।
এই অ্যাপগুলি ডাউনলোড করেছেন নাকি আপনার স্মার্টফোনে! ঘনিয়ে আসছে মারাত্মক বিপদ
এই অ্যাপগুলি ডাউনলোড করেছেন নাকি আপনার স্মার্টফোনে! ঘনিয়ে আসছে মারাত্মক বিপদ
advertisement

এরই মধ্যে নিরাপত্তা গবেষকরা দাবি করেছেন, এমন বেশ কিছু অ্যাপ রয়েছে যা Android-এ ডাউনলোড করা হলে তা সরাসরি স্মার্টফোনের দখল নিয়ে নিতে পারে। এই সব অ্যাপ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে চেষ্টা করা হচ্ছে।

McAfee নামক একটি সাইবার নিরাপত্তা সংস্থার তরফে Android ব্যাকডোর অ্যাপগুলির তালিকা প্রকাশ করেছে, যাকে তারা নাম দিয়েছে ‘ Xamalicious’। সংস্থাটির দাবি, ম্যালওয়্যার ছড়িয়ে যেসব ডিভাইস সংক্রামিত করা হয়েছে, সেগুলির উপর দখল বজায় রাখতে ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’ ব্যবহার করা হতে পারে। ডিভাইসের মালিক কিছুই জানতে পারেন না। অথচ, তাঁর ডিভাইসটি একটি কমান্ড-এন্ড-কন্ট্রোল সার্ভারের সঙ্গে যুক্ত হয়ে যায়।

advertisement

আরও পড়ুন: ফোনের স্পিকারের শব্দ কমে গিয়েছে? সেটিংসেই লুকানো আছে বাড়ানোর উপায়! এখনই জানুন

ঠিক সেই সময় ওই ডিভাইসে একটি দ্বিতীয় পেলোড ডাউনলোড হয়ে যায় স্বয়ংক্রিয় ভাবে। সেটিই ডিভাইসের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করে। তারপর শুরু হয় প্রতারণামূলক ক্রিয়াকলাপ। যেমন ব্যবহারকারীর অজান্তেই কোনও বিজ্ঞাপনে ক্লিক করা, ব্যবহারকারীর সম্মতি ছাড়া এমন কোনও অ্যাপ অ্যাপ ইনস্টল করা যার সঙ্গে আর্থিক দিকটি জড়িয়ে রয়েছে।

advertisement

ফলে প্রাথমিক ভাবেই সতর্ক হওয়া প্রয়োজন। না হলে বিপদ বাড়তে পারে। সব থেকে বড় বিষয় হল, এই ধরনের অ্যাপের জনপ্রিয়তা প্রচুর। রাশিফল থেকে সংখ্যাতত্ত্ব, ওজন কমানো থেকে ঘুমের মনিটরিং, চোখের সামনে সবই করে এই সব অ্যাপ। এই সব অ্যাপের বিষয়বস্তুর জন্যই বেশিরভাগ মানুষ তা ডাউনলোড করে নেন।

advertisement

এক নজরে দেখে নেওয়া যাক এই ভয়ঙ্কর অ্যাপের তালিকা—

১. Essential Horoscope for Android (com.anomenforyou.essentialhoroscope)

২. 3D Skin Editor for PE Minecraft (com.littleray.skineditorforpeminecraft)

৩. Logo Maker Pro (com.vyblystudio.dotslinkpuzzles)

৪. Auto Click Repeater (com.autoclickrepeater.free)

৫. Count Easy Calorie Calculator (com.lakhinstudio.counteasycaloriecalculator)

৬. Sound Volume Extender (com.muranogames.easyworkoutsathome)

৭. LetterLink (com.regaliusgames.llinkgame)

৮. Numerology: Personal horoscope & number predictions (com.Ushak.NPHOROSCOPENUMBER)

advertisement

৯. Step Keeper: Easy Pedometer (com.browgames.stepkeepereasymeter)

১০. Track Your Sleep (com.shvetsStudio.trackYourSleep)

১১. Sound Volume Booster (com.devapps.soundvolumebooster)

১২. Astrological Navigator: Daily Horoscope & Tarot (com.Osinko.HoroscopeTaro)

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

১৩. Universal Calculator (com.Potap64.universalcalculator)

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এই অ্যাপগুলি ডাউনলোড করেছেন নাকি আপনার স্মার্টফোনে! ঘনিয়ে আসছে মারাত্মক বিপদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল