সেই সময় বেশিরভাগ মোবাইল ফোন শুধু কল এবং মেসেজ করার জন্যই ব্যবহৃত হত। ছবি তোলার জন্য তখনও মানুষ ডিজিটাল ক্যামেরা-র উপর নির্ভর করত। Nokia 7650 প্রথমবারের মতো দেখিয়েছিল যে ফোনেও ক্যামেরা থাকতে পারে, এবং সেটা কার্যকরও হতে পারে!
আরও পড়ুন- গরমের হাত থেকে বাঁচতে এবার গাড়ির মাথাতেও থাকবে ছাতা! দেখে অবাক হয়ে যাবেন
advertisement
Nokia 7650 মোবাইল ইন্ডাস্ট্রিতে ক্যামেরা ফোনের সূচনা করে এবং পরবর্তীতে ক্যামেরা প্রতিটি স্মার্টফোনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে।
Nokia 7650 ফোনের স্পেসিফিকেশন- ক্যামেরা: 0.3 মেগাপিক্সেল (VGA), ফটোগ্রাফি: এই ফোন দিয়ে প্রথমবারের মতো মোবাইল দিয়ে ছবি তোলা সম্ভব হয়। স্লাইডার ডিজাইন, কালার ডিসপ্লে এবং Symbian অপারেটিং সিস্টেম ছিল। মূল্য: লঞ্চ-এর সময় দাম ছিল প্রায় ৬০ হাজার টাকার বেশি। Nokia 7650 ছিল সেই প্রথম মোবাইল ফোন যার মাধ্যমে মানুষ বুঝতে পারে, ফোন শুধু যোগাযোগের জন্য নয়, বিনোদন ও মুহূর্ত ধরে রাখার মাধ্যমও হতে পারে। সেই সময় রঙিন ডিসপ্লে ছিল বড় চমক।
ফোনে ছিল 4MB বিল্ট-ইন মেমোরি। কোনও মেমোরি কার্ড স্লট ছিল না। এই মেমোরিতেই ছবি, অ্যাপ, মেসেজ ও অন্য ডেটা রাখতে হত।