অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ধরে গাড়ি গ্যারেজে পড়ে থাকার ফলে গাড়ির ব্যাটারি বসে গেলে গাড়ি বন্ধ হয়ে যায়।তবে কেন গাড়ির ব্যাটারি বসে যায়। বহুদিন গাড়ি না চালালে এমন সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় ব্যাটারির চার্জ ফুরিয়ে যায়।অথবা ব্যাটারি পুরানো হয়ে গেলে সেই ব্যাটারি ফুল চার্জ নিতে সমস্যা হয়।এইসব কারণেই সাধারণ ব্যাটারি বসে যায়। আর এই সমস্যা থেকে রেহাই পেতে গাড়ি বেশিদিন গ্যারেজে ভরে রাখবেন না প্রয়োজনের সপ্তাহে এক কিংবা দুদিন অন্ততপক্ষে পাঁচ কিলোমিটার ঘুরে আসুন এবং মাঝেমধ্যে গ্যারেজে গাড়ি স্টার্ট দিন।
advertisement
আরও পড়ুন: ‘নির্বাচনে হিংসা হলে দায়ী কে হবে…?‘ ডিআইজি বদল নিয়ে সরব মমতা!
এই বিষয়ে গাড়ির গ্যারেজের এক কর্মচারী বিট্টু হালদার আমাদের জানান রেডিওটার জাম হয়ে যাওয়ার ফলে গাড়ি ওভার হিট হয়ে যায়। এর ফলে গাড়ির মধ্যে থাকা পাইপ ফেটে গিয়ে স্টার্ট বন্ধ হয়ে যায়। এছাড়াও আপনার গাড়ি যখন স্টার্ট বন্ধ হয়ে যাবে সেই সময় দু একবারের গাড়ি স্টার্ট করা চেষ্টা করবেন। এর বেশি একদমই গাড়ি স্টার্ট করার চেষ্টা করবেন না।এর ফলে আপনার গাড়ির ব্যাটারিতে যেটুকু চার্জ রয়েছে সে চার্জটুকুও শেষ হয়ে গিয়ে আপনার গাড়ির বড়সড় ক্ষতি হতে পারে। আবার অনেক ক্ষেত্রে অতিরিক্ত গরমে অর্থাৎ রোদে গাড়ি থাকার ফলে গাড়ির ব্যাটারি লিক হয়ে যায় সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যতটা সম্ভব গাড়ি কোনও নিরাপদ এবং ছায়াস্থলে রাখার।
আবার অনেক ক্ষেত্রে জাম্পিং স্টার্ট এর মাধ্যমে গাড়ি স্টার্ট করা যায়।তবে এবার প্রশ্ন উঠতেই পারে এই জাম্পিং স্টার্টআসলে কী? এই জাম্পিং স্টার্ট করতে গেলে আপনাকে অন্য একটি গাড়ি প্রয়োজন পড়বে। এরপরে দুটি গাড়িকে রাখতে হবে নিউট্রাল মোডে।গাড়ি দুটির পজিটিভ টার্মিনালে লাল ক্লিপ লাগাতে হবে।এরপরে আপনাকে সাহায্য করার জন্য যে গাড়িটি এসেছে সেই গাড়িটি স্টার্ট করুন কিছুক্ষণ পরে দেখবেন ওই গাড়ির আলো জ্বলে উঠেছে এর পরেই আপনার গাড়িটি স্টার্ট করুন তাহলে দেখবেন গাড়ি স্টার্ট হয়ে গেছে। আবার অনেক ক্ষেত্রে গাড়ি নিউট্রাল মোডে রেখে পেছন থেকে কেউ ধাক্কা দিলে গাড়ি স্টার্ট হয়ে যেতে পারে।তবে সব ক্ষেত্রে সেটা হয় না।
সৌভিক রায়