এক নজরে দেখে নেওয়া যাক ঘরে বসে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা পরিবর্তন করার উপায়...
- এর জন্য প্রথমেই ওপেন করতে হবে parivahan.gov.in পেজ।
- এরপর বেছে নিতে হবে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস অপশন।
- এরপর ড্রপডাউন করে সেখানে দেওয়া লিস্টে থেকে নিজেদের রাজ্য বেছে নিতে হবে।
- এরপর লাইসেন্স রিলেটেড সার্ভিস অপশনের মধ্যে থাকা ড্রাইভার/লার্নার লাইসেন্স অপশনে ক্লিক করতে হবে।
advertisement
- এরপর নতুন উইন্ডোতে অ্যাপ্লাই ফর চেঞ্জ অফ অ্যাড্রেস অপশন বেছে নিতে হবে।
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
- এরপর অ্যাপ্লিকেশন সাবমিট করার অপশন আসবে। যার নিচে থাকা কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে।
- এরপর নিজেদের ডিএল নম্বর এবং জন্মের তারিখ টাইপ করতে হবে।
- এরপর গেট ডিএল ডিটেলস অপশনে ক্লিক করতে হবে।
- এরপর একটি নতুন উইন্ডো ওপেন হবে সেখানে ড্রপডাউন করে ইয়েস অপশনে ক্লিক করতে হবে।
- এরপর একটি লিস্ট দেখা যাবে, সেই লিস্ট থেকে নিজেদের নিকটবর্তী আরটিও সিলেক্ট করতে হবে। নিজেদের কাছের আরটিও সিলেক্ট করার পর প্রসিড অপশনে ক্লিক করতে হবে।
- এরপর নিজেদের নতুন ঠিকানা এবং প্রয়োজনীয় সমস্ত তথ্য এন্টার করে চেঞ্জ অফ অ্যাড্রেস অন ডিএল বক্সে ক্লিক করতে হবে।
- এরপর পার্মানেন্ট, প্রেজেন্ট অথবা দুটো অপশনই বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্য এন্টার করতে হবে।
- প্রয়োজনীয় তথ্য এন্টার করার পর কনফার্ম অপশনে ক্লিক করতে হবে।
ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা পরিবর্তন করার সময়, যে সকল ডকুমেন্ট এবং টাকার দরকার হয় -
- নতুন ঠিকানার প্রুফ। যেমন- আধার কার্ড, ভোটার আইডি, পাসবুক অথবা বিদ্যুতের বিল।
- প্যান কার্ড থাকলে ভাল, না হলে ফর্ম ৬০ অথবা ফর্ম ৬১-এর অ্যাটেস্টেড কপি।
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
- ইনস্যুরেন্স সার্টিফিকেট।
- ফর্ম ৩৩ অ্যাপ্লিকেশন।
- রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
- পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট।
- স্মার্ট কার্ডের ফি।
- চেসিস এবং ইঞ্জিন পেন্সিলের প্রিন্ট।
- ভেহিকেল ওনারের সাইন প্রুফ।