TRENDING:

ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা বদলাতে চান? কয়েক ক্লিকে বাড়িতে বসেই করুন বদল, জানুন কীভাবে

Last Updated:

Address Change in Driving Licence: ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা পরিবর্তন করার সময়, যে সকল ডকুমেন্ট এবং টাকার দরকার হয় -

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
যখন কেউ এক শহর থেকে অন্য শহরে চলে যান বসবাস করার জন্য, তখন তাঁর সবথেকে বড় সমস্যা হয় ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা পরিবর্তন করা নিয়ে। নিজেদের ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা পরিবর্তন করার জন্য বহুবার আরটিওতে (RTO) গিয়েও কোন লাভ হয় না। কিন্তু অনেকেই জানেন না, যে ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা পরিবর্তন করা যায়। এর জন্য বার বার আরটিও-তে যাওয়ার প্রয়োজন নেই।
advertisement

এক নজরে দেখে নেওয়া যাক ঘরে বসে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা পরিবর্তন করার উপায়...

- এর জন্য প্রথমেই ওপেন করতে হবে parivahan.gov.in পেজ।

- এরপর বেছে নিতে হবে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস অপশন।

- এরপর ড্রপডাউন করে সেখানে দেওয়া লিস্টে থেকে নিজেদের রাজ্য বেছে নিতে হবে।

- এরপর লাইসেন্স রিলেটেড সার্ভিস অপশনের মধ্যে থাকা ড্রাইভার/লার্নার লাইসেন্স অপশনে ক্লিক করতে হবে।

advertisement

- এরপর নতুন উইন্ডোতে অ্যাপ্লাই ফর চেঞ্জ অফ অ্যাড্রেস অপশন বেছে নিতে হবে।

আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু

- এরপর অ্যাপ্লিকেশন সাবমিট করার অপশন আসবে। যার নিচে থাকা কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে।

- এরপর নিজেদের ডিএল নম্বর এবং জন্মের তারিখ টাইপ করতে হবে।

advertisement

- এরপর গেট ডিএল ডিটেলস অপশনে ক্লিক করতে হবে।

- এরপর একটি নতুন উইন্ডো ওপেন হবে সেখানে ড্রপডাউন করে ইয়েস অপশনে ক্লিক করতে হবে।

- এরপর একটি লিস্ট দেখা যাবে, সেই লিস্ট থেকে নিজেদের নিকটবর্তী আরটিও সিলেক্ট করতে হবে। নিজেদের কাছের আরটিও সিলেক্ট করার পর প্রসিড অপশনে ক্লিক করতে হবে।

advertisement

- এরপর নিজেদের নতুন ঠিকানা এবং প্রয়োজনীয় সমস্ত তথ্য এন্টার করে চেঞ্জ অফ অ্যাড্রেস অন ডিএল বক্সে ক্লিক করতে হবে।

- এরপর পার্মানেন্ট, প্রেজেন্ট অথবা দুটো অপশনই বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্য এন্টার করতে হবে।

- প্রয়োজনীয় তথ্য এন্টার করার পর কনফার্ম অপশনে ক্লিক করতে হবে।

ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা পরিবর্তন করার সময়, যে সকল ডকুমেন্ট এবং টাকার দরকার হয় -

advertisement

- নতুন ঠিকানার প্রুফ। যেমন- আধার কার্ড, ভোটার আইডি, পাসবুক অথবা বিদ্যুতের বিল।

- প্যান কার্ড থাকলে ভাল, না হলে ফর্ম ৬০ অথবা ফর্ম ৬১-এর অ্যাটেস্টেড কপি।

আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে

- ইনস্যুরেন্স সার্টিফিকেট।

- ফর্ম ৩৩ অ্যাপ্লিকেশন।

- রেজিস্ট্রেশন সার্টিফিকেট।

- পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট।

- স্মার্ট কার্ডের ফি।

- চেসিস এবং ইঞ্জিন পেন্সিলের প্রিন্ট।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

- ভেহিকেল ওনারের সাইন প্রুফ।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা বদলাতে চান? কয়েক ক্লিকে বাড়িতে বসেই করুন বদল, জানুন কীভাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল