এর মাধ্যমে পেনশনভোগীরা খুব সহজেই নিজেদের পেনশন তুলতে পারেন। এর মাধ্যমে পেনশনভোগীদের সশরীরে উপস্থিত না হয়ে, ডিজিটাল পদ্ধতিতে পেনশন তোলার সুবিধা প্রদান করা হয়। অর্থাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে বা বার্ধ্যক্যজনিত সমস্যা থাকলে এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট পেনশন পাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
ডিজিটাল লাইট সার্টিফিকেট খুব সহজেই পাওয়া যেতে পারে। এর জন্য সরকারি অফিস এবং ব্যাঙ্কেও আবেদন করা যেতে পারে। আবার ঘরে বসে নিজেদের পার্সোনাল কম্পিউটার, মোবাইল এবং ট্যাবের মাধ্যমেও অনলাইনে আবেদন করা যেতে পারে ডিজিটাল লাইফ সার্টিফিকেটের জন্য। অনলাইনে ঘরে বসেই নিজেদের পার্সোনাল কম্পিউটার, মোবাইল এবং ট্যাবে ডাউনলোডও করা যেতে পারে এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট।
advertisement
আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে
এক নজরে দেখে নেওয়া যাক এর উপায় -
- লাইট সার্টিফিকেট জেনারেট করার জন্য একটি অ্যাপ্লিকেশন জমা দিতে হয়। এটি যে কোনও লাইফ সার্টিফিকেট সেন্টারে গিয়েও করা যায়। আবার ঘরে বসে নিজেদের কম্পিউটার ও মোবাইলের মাধ্যমেও করা যায়। এই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এন্টার করতে হয়। এর মধ্যে রয়েছে আধার নম্বর, পেনশন পেমেন্ট অর্ডার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্কের নাম এবং গ্রাহকদের মোবাইল নম্বর।
- এরপর সেই গ্রাহকদের আধার নম্বর যাচাই করাতে হয়। এর জন্য নিজেদের বায়োমেট্রিক করার প্রয়োজন রয়েছে। লাইফ সার্টিফিকেট আধার প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে বায়োমেট্রিক অথেনটিকেশন করে থাকে।
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
- অনলাইনে বায়োমেট্রিক অথেনটিকেশন হয়ে যাওয়ার পর সেই গ্রাহকের মোবাইল নম্বরে একটি এসএমএস পাঠানো হবে। যেখানে ডিজিটাল লাইফ সার্টিফিকেটের আইডি পাঠানো হবে। এই সার্টিফিকেটের আইডির মাধ্যমে গ্রাহকরা নিজেদের পেনশন তুলতে পারবে।
- এরপর জীবন প্রমাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের সার্টিফিকেট পিডিএফ আকারে ডাউনলোড করা যাবে। এক্ষেত্রে নিজেদের ফোনে পাওয়া জীবন প্রমাণের আইডি দিতে হবে।
- এছাড়াও ঘরে বসেই এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট পাওয়া যেতে পারে। এক্ষেত্রে পেনশন এজেন্সি জীবন প্রমাণ টিমের সঙ্গে যোগাযোগ করে সেই গ্রাহকের বাড়িতে ডিজিটাল লাইট সার্টিফিকেট পাঠিয়ে দেবে। এক্ষেত্রে এই ডেলিভারি ফেসিলিটির মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। এটি কীভাবে করা সম্ভব, তা বিশদে দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে।