Scarlett-এর ডিজাইন হবে বক্সি এবং স্ট্রেট। মূলত আসন্ন Tata Sierra-র ডিজাইন ল্যাঙ্গুয়েজ থেকে অনুপ্রেরণা নিয়েই তৈরি করা হয়েছে Scarlett-এর ডিজাইন। ফলে এটি কার্ভি Nexon-এর তুলনায় দেখতে একেবারেই আলাদা হতে চলেছে। যদিও আনুষ্ঠানিক ভাবে সংস্থার তরফে এই সংক্রান্ত বিষয়ে এখনও পর্যন্ত কোনও রকম তথ্য প্রকাশ্যে আনা হয়নি। তবে Scarlett-এর ক্ষেত্রে একাধিক পাওয়ারট্রেন অপশন থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
advertisement
অল-ইলেকট্রিক ভ্যারিয়েন্ট:
Scarlett-এর অল-ইলেকট্রিক ভ্যারিয়েন্ট আনার কথা ভাবনাচিন্তা করছে Tata Motors। যার উভয় অ্যাক্সলেই থাকবে মোটর। যার জেরে এটি একটি AWD সেট-আপ প্রদান করবে। Tata-র Punch এবং Nexon-এর পাশাপাশি কম্প্যাক্ট SUV স্পেসে জায়গা করে নেবে Scarlett।
আরও পড়ুন- বন্দে ভারতে ‘দুমাদ্দুম’ শব্দ! ঝনঝন ভেঙে পড়ল সি-৬ বগির কাচ…চলন্ত ট্রেনে মারাত্মক উদ্বেগ!
কত হতে পারে এর দাম?
মনে করা হচ্ছে যে, Scarlett-এর দাম Nexon রেঞ্জের দামের সঙ্গে ওভারল্যাপ করতে পারে। বর্তমানে Nexon রেঞ্জের দাম ICE ভ্যারিয়েন্টের জন্য ৮ লক্ষ টাকা থেকে ১৫.৬ লক্ষ টাকা। অন্য দিকে এর ইভি ভ্যারিয়েন্টের দাম ১২.৪৯ লক্ষ টাকা থেকে ১৭.১৯ লক্ষ টাকা। সমস্ত দামই এক্স-শোরুম।
আসলে Scarlett-এর হাত ধরে আসলে নিজেদের ইভি লাইন-আপ সম্প্রসারণ করার প্রস্তুতি নিচ্ছে Tata Motors। এর সঙ্গে থাকবে আরও দুটি সাব-৪-মিটার অল-ইলেকট্রিক মডেল: যার কোডনেম Kuno এবং Terra। টাটার ইভি স্ট্র্যাটেজির অংশ হিসেবে প্রত্যেক সেগমেন্টে দুটি বিকল্প প্রদান করছে এটি। যার মধ্যে অন্যতম হল: এন্ট্রি-লেভেল, মিড-লেভেল এবং প্রিমিয়াম। ফলে এই দশকের শেষে সংস্থার ইভি পোর্টফোলিও আরও জোরালো হবে।
Sierra লঞ্চের অপেক্ষা:
যদিও Scarlett লঞ্চ হতে এখনও দেরি আছে। এটির আত্মপ্রকাশ সময়সাপেক্ষ হলেও ইতিমধ্যেই Tata Motors-এর তরফে আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, চলতি বছরের শেষের দিকে বাজারে আসতে চলেছে বহু প্রতীক্ষিত Sierra। আসলে সাম্প্রতিক Harrier.ev লঞ্চের সময় Tata Passenger Electric Mobility-র চিফ কম্যান্ডিং অফিসার বিবেক শ্রীবাস্তব ঘোষণা করেছিলেন যে, চলতি বছরে ICE এবং ইলেকট্রিক উভয় ভ্যারিয়েন্টেই আত্মপ্রকাশ করতে চলেছে Sierra।