এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইমেল পরিষেবা হচ্ছে জিমেল ৷ আপনার কী জিমেল অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে আপনার জন্য এটা জানা অত্যন্তা জরুরি ৷
আপনার অ্যাকাউন্ট কী আপনার অজান্তে অন্য কেউ ব্যবহার করছেন ? জানবেন কী করে ? জিমেলে বেশ কয়েকটি টুলস রয়েছে যার সাহায্যে আপনি আপনার অ্যাকাউন্ট লক করতে পারবেন ৷ এর সাহায্যে আপনি জানতেন পারবেন কোন সময়, কোন ব্রাউজার ও কোন আইপি অ্যাড্রেস থেকে আপনার জিনেল অ্যাকাউন্ট খোলা হয়েছিল ৷ এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা সম্ভব ৷
advertisement
প্রথম অ্যাকাউন্টটি খুলে স্ক্রোল ডাউন করুন ৷ একদম নীচে ডিটেলসের একটি আইকন দেখতে পারবেন ৷ এই আইকনে ক্লিক করলে একটি পপ আপ উইন্ডো খুলে যাবে যাতে অ্যাক্টিভিটি ইনফরমেশন দেখা যাবে ৷ এখান থেকে আপনি জানতে পারবেন কোন সময়, কোন জায়গা থেকে ও কত সময়ের জন্য আপনার ইমেল ব্যবহার করা হয়েছে ৷ আপনার বাড়ি ও অফিসের আইপি অ্যাড্রেস মিলিয়ে দেখলেই বুঝতে পারবেন অন্য কোনও জায়গা থেকে আপনার ইমেল আইডি ব্যবহার করা হয়েছে কিনা ৷
অ্যাক্টিভিটি উইন্ডোর মাধ্যমে আপনার জিমেল যদি অন্য কোনও জায়গা থেকে খোলা থাকে তাহলে লগ আউট করতে পারবেন ৷ এবং সঙ্গে সঙ্গে আপনার পাসওয়ার্ড বদলে ফেলুন ৷