মহাকাশ বিজ্ঞানীরা পরিস্থিতির দিকে নজর রাখছেন। ২৪ ঘণ্টার মধ্যে সৌর জড়ের আশঙ্কা রয়েছে পৃথিবীতে। ফলে আরও একবার বিদ্যুৎ বিপর্যয় দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে।
মহাকাশ বিজ্ঞানীদের দাবি, সেপ্টেম্বর মাস থেকে সূর্যে নতুন স্পট তৈরি হয়েছে। সেখান থেকেই নির্গত হচ্ছে করোনাল মাস ইজেকশন পার্টিকল। এই মাস ইনজেকশন থেকে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটেছিল দিনকয়েক আগে।
advertisement
আরও পড়ুন- এই নিয়ম জানা থাকলেই রাতারাতি ৫ হাজার ফলোয়ার হবে! You Tube থেকে প্রচুর ইনকাম!
বিজ্ঞানীরা বলছেন, সেই বিস্ফোরণের ফলে সূর্যের বাইরের অংশে একটি জিও-ম্যাগনেটিক ঝড় উঠতে পারে। ফলে তৈরি হবে বেতার তরঙ্গ। আর তাতেই ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এই সৌর ঝড় প্রভাব ফেলবে জিপিএস ট্র্যাকিং, বিদ্যুৎ সরবরাহে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই সৌর ঝড়ের ফলে ট্রেন পরিষেবা ব্যহত হতে পারে। মোবাইল ইন্টারনেট এবং স্পেশ শাটলের কাজেও সমস্যা হতে পারে।
আরও পড়ুন- ১.৫ লাখ খরচ করে বাইক কেনার চেয়ে সস্তার এই গাড়ি কেনা ভাল, ৩০ কিমি মাইলেজ, নিরাপদও
এই ঝড় মানুষের শরীর-স্বাস্থ্যে সেভাবে প্রভাব ফেলবে না বলেই মনে করা হচ্ছে। তবে জিও-ম্যাগনেটিকের ক্রিয়াকলাপের ফলে কঠিন রোগে ভোগা মানুষদের কিছুটা সমস্যা হতে পারে। উচ্চ রক্তচাপের সমস্যা, সংক্রমণ, খিঁচুনির মতো সমস্যা বাড়তে পারে।