গত তিন বছরের মধ্যে এইবার দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স সব থেকে খারাপ। বায়ুদূষণের ফলে দিল্লি-এনসিআর-এর লোকদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আর ৪০ শতাংশ লোক দিল্লি ছেড়ে অন্য শহরে গিয়ে বসবাস করতে চাইছে। দিল্লির দূষণ আর নিজেদের সমস্যার কথা ট্যুইটার প্রকাশ করতে শুরু করেছে শহরবাসী। অনেকে এমন কিছু মীম সেয়ার করেছে যা ভয়াবহ। নিউজ 18 বেশ কিছু মীম তৈরি করেছে যেখানে দূষণের জন্য দিল্লির বিভিন্ন জায়গার নাম বদলে দিয়েছে।
advertisement
advertisement
advertisement
ট্যুইট করে দিল্লিকে গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করেছেন খোদ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, হরিয়ানা, পঞ্জাবে কৃষিবর্জ্য পোড়ানোতেই গ্যাস চেম্বার হয়ে উঠছে দিল্লি। হরিয়ানা-পঞ্জাবের মুখ্যমন্ত্রীদের চিঠি লেখারও আবেদন জানিয়েছেন তিনি।
Location :
First Published :
November 04, 2019 4:18 PM IST