এ বছর স্মার্টফোনের দুনিয়ায় বড় কোনও পরিবর্তন হয়নি। কিছু আপগ্রেড হয়েছি। যুক্ত হয়েছে উন্নত প্রযুক্তি। ব্যস, এটুকুই। এতেই প্রোডাক্ট হয়ে উঠেছে আরও ধারালো, আরও ব্যবহারিক। যেমন iPhone 15 Pro-তে নতুন ProRes LOG রেকর্ডিং ফিচার দেওয়া হয়েছে। গুগল অবশেষে বুঝেছে, Pixel 8 সিরিজের বিশেষত্ব লুকিয়ে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে।
চক্রবৃদ্ধি হারে সুদের মতো সময়ের সঙ্গে সঙ্গে স্মার্টফোনেও নতুন নতুন ফিচার যোগ হয়। এটাই দস্তুর। নতুন ফিচার স্মার্টফোনকেও নতুন করে তোলে। যেমন iPhone 15 Pro-র নতুন ফিচার নিয়ে সাধারণের খুব একটা আগ্রহ থাকার কথা নয়। নতুন কিছু স্পেসিফিকেশন এসেছে, ফ্রেম বদলে টাইটেনিয়ামের করা হয়েছে। কিন্তু এলওজি শ্যুটিং ক্রিয়েটারদেরদের কাছে সোনার খনির মতো। তাদের খুব কাজের।
advertisement
আরও পড়ুন: ফাঁস হয়েছে Nothing Phone 2a-এর ক্যামেরার ফিচার! মাথা ঘুরে যাবে! জানুন
অ্যাপলের মতো গুগলও Pixel 8 সিরিজে একাধিক আপগ্রেড করেছে। Pixel 6 এবং Pixel 7-এর তুলনায় প্রায় দ্বিগুণ। গুগল বুঝেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিংয়ের মধ্যেই Pixel সিরিজের ইউএসপি লুকিয়ে। তাই Pixel 8 Pro-তেও তারা এআই ফিচারেই শান দেওয়ার কথা ভাবছে।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে ভিডিও কল করছেন? সব গোপন বিষয় ফাঁস হয়ে যাবে! সতর্ক থাকুন
গত বছর লন্ডন ভিত্তিক কোম্পানি ‘নাথিং’ লঞ্চ করেছিল Phone(1)। গ্লাইফ লাইটিং এবং স্বচ্ছ ব্যাকের মতো ফিচার হইচই ফেলে দিয়েছিল। এ বছর তারা নিয়ে এসেছে Phone(2)। এতে আলাদা কিছু নেই, কয়েকটা ফিচার শুধু আপগ্রেড করা হয়েছে। বদল করা হয়েছে ডিজাইনেও। সঙ্গে Zomato-র মতো অ্যাপের সঙ্গে ইন্টারঅ্যাকশনের ফিচার যোগ হয়েছে। এ থেকে ইউজার বুঝতে পারে, তাঁর অর্ডার এখন ঠিক কোথায় আছে।
OnePlus-এর মতো অন্যান্য স্মার্টফোন নির্মাতারাও একই কাজ করেছে। আগের স্মার্টফোনগুলোর আপগ্রেড ভার্সন নিয়ে এসেছে বাজারে। দেওয়া হয়েছে উন্নত সফটওয়্যার, চোখ ধাঁধানো ডিজাইন। ২০২৪-এও এই ট্রেন্ডই থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।