TRENDING:

Smartphones: ২০ হাজার টাকার কমেই ৮ জিবি র‍্যাম যুক্ত সেরা স্মার্টফোন! এক নজরে জেনে নিন

Last Updated:

Smartphones: কেউ যদি বেশি র‍্যাম সহ একটি নতুন ফোন কেনার কথা চিন্তা করেন, তাহলে এক নজরে দেখে নেওয়া যায় বেশ কিছু ভাল বিকল্প, যার দাম ২০,০০০ টাকার কম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের স্মার্টফোন রয়েছে। কিন্তু, যে সকল স্মার্টফোনে ৮ জিবি RAM রয়েছে, সেই ফোন মাখনের মতো কাজ করে। স্মার্টফোনের ব্যবহার যেমন বাড়ছে, তেমনই এর স্টোরেজের প্রয়োজনীয়তাও বাড়ছে। ফোন ভাল ভাবে কাজ করার জন্য RAM এবং প্রসেসরকে ভাল কাজ করতে হবে। তাই ফোন ক্রয় করার সময় দামের পাশাপাশি এখন গ্রাহকরা এর র‍্যামও দেখে নেন, যাতে ফোন চালাতে কোনও সমস্যা না হয়। কেউ যদি বেশি র‍্যাম সহ একটি নতুন ফোন কেনার কথা চিন্তা করেন, তাহলে এক নজরে দেখে নেওয়া যায় বেশ কিছু ভাল বিকল্প, যার দাম ২০,০০০ টাকার কম। তাদের ডিসপ্লেগুলিও ১২০ Hz রিফ্রেশ রেট সহ বাজারে আসে।
advertisement

Moto G73 5G –

এই ফোনের দাম ১৬,৯৯৯ টাকা। ফোনটিতে মসৃণ স্ক্রলিং এবং গেমিংয়ের জন্য ১২০ Hz রিফ্রেশ রেট সহ একটি ৬.৫ ইঞ্চির FHD+ IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে ডলবি অ্যাটমস সাউন্ড সাপোর্ট সহ স্টিরিও স্পিকার এবং ৩০ W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ mAh ব্যাটারি রয়েছে।

Samsung Galaxy M33 5G –

advertisement

Samsung Galaxy M33 5G মোবাইল ফোনে একটি ৬.৬ ইঞ্চির TFT ফুল এইচডি প্লাস LCD ডিসপ্লে রয়েছে। এর ডিসপ্লের রেজোলিউশন হল ১০৮০ x ২৪০৮, এবং এটি ১২০ Hz এর রিফ্রেশ রেট সহ আসে। ক্যামেরা হিসেবে Samsung Galaxy M33 5G ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  এক ধাক্কায় ১১ হাজার টাকা সস্তা হয়েছে Redmi K50I 5G! কোথায় পাবেন এই সুবিধা? জানুন

advertisement

Infinix Zero 5G 2023 –

এই ফোনের দাম ১৫,৯৯৯ টাকা। Infinix Zero 5G 2023 ফোনে একটি ৬.৭৮ ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ Hz, টাচ স্যাম্পলিং রেট ৩৬০ Hz এবং RGB কভারেজ ১০০%।

Moto G62 5G –

এই ফোনের দাম ১৬,৪৯৯ টাকা। Moto G62 octa-core Qualcomm Snapdragon 695 চিপসেট দিয়ে তৈরি, যা ৮ জিবি পর্যন্ত RAM-এর সঙ্গে পাওয়া যায়। ফোনটিতে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ১TB পর্যন্ত বাড়ানো যেতে পারে। Moto G62 ফোনে একটি ৬.৫৫ ইঞ্চির FHD+ ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ১০৮০ × ২৪০০ পিক্সেল। এছাড়াও এই ফোনের ডিসপ্লেতে ১২০ Hz রিফ্রেশ রেট পাওয়া যায়। এই 5G সমর্থনকারী Motorola ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমে কাজ করে।

advertisement

আরও পড়ুন:

Poco X5 5G –

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এই ফোনটির দাম ১৭,৯৯৯ টাকা। Poco X5 5G ফোনে ১০৮০ x ২৪০০ পিক্সেল রেজোলিউশন সহ একটি ৬.৬৭ ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে। এর ডিসপ্লে ১২০ Hz রিফ্রেশ রেট সহ আসে এবং ১২০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস প্রদান করে। এছাড়াও ফোনের ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ৩-এর সুরক্ষা পাওয়া যায়।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Smartphones: ২০ হাজার টাকার কমেই ৮ জিবি র‍্যাম যুক্ত সেরা স্মার্টফোন! এক নজরে জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল