TRENDING:

Smart TV: আপনার স্মার্ট টিভিতে ভাইরাস নেই তো? বুঝবেন কী করে? খারাপ হওয়ার আগে চেক করুন এই উপায়ে!

Last Updated:

Smart TV: গুগল এই বিষয়ে একটি নির্দেশিকা শেয়ার করেছে। যার মাধ্যমে গ্রাহকরা বুঝতে পারবেন তাঁদের ডিভাইস Android TV OS কি না এবং এটি Play Protect কি না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি:   বর্তমানে আমাদের দেশে স্মার্ট টিভি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই এখন নতুন টিভি ক্রয় করার সময় স্মার্ট টিভির কথা বিবেচনা করেন। স্মার্ট টিভি দেখার জন্য একটি স্মার্ট ওএস বক্সেরও প্রয়োজন হয়, অর্থাৎ সেট টপ বক্স। অ্যান্ড্রয়েড টিভি বক্স বিগত কয়েক বছরে ভারতে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু, সম্প্রতি এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। নিরাপত্তা বিষয়ক গবেষকরা সম্প্রতি অ্যামাজনের মতো ই-কমার্স সাইটগুলির মাধ্যমে বিক্রি হওয়া বেশ কয়েকটি জনপ্রিয় অ্যান্ড্রয়েড টিভি সেট টপ বক্স এবং ডঙ্গল আবিষ্কার করেছেন, যাতে ম্যালওয়্যার রয়েছে৷
advertisement

এই বিষয়ে, টেক জায়ান্ট গুগলের তরফে জানানো হয়েছে যে, এই ধরনের বেশিরভাগ ডিভাইস অ্যান্ড্রয়েড টিভি ওএস চালিত বক্স হিসাবে বাজারে লঞ্চ করা হয়। কিন্তু, বাস্তবে এগুলি অ্যান্ড্রয়েড ওপেন সোর্স প্রোজেক্টে তৈরি করা হয়েছে। এমনকী এগুলো গুগল অ্যাপ এবং প্লে স্টোরের সঙ্গেও আসে, যা গুগল দ্বারা লাইসেন্স প্রাপ্ত নয়। কিন্তু, অ্যান্ড্রয়েড টিভির সঙ্গে কোনও ডঙ্গল আসে না। এতএব, এটি গুগল দ্বারা লাইসেন্স প্রাপ্ত, একথা বলা যাবে না।

advertisement

আরও পড়ুন:

টেক জায়ান্ট গুগল এই বিষয়টির উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। গুগল এই বিষয়ে একটি নির্দেশিকা শেয়ার করেছে। যার মাধ্যমে গ্রাহকরা বুঝতে পারবেন তাঁদের ডিভাইস Android TV OS কি না এবং এটি Play Protect কি না।

গ্রাহকরা যদি একটি অ্যান্ড্রয়েড টিভি বা স্ট্রিমিং ডিভাইস কিনতে চান, তাহলে সবার প্রথমে তাঁকে দেখতে হবে যে, সেই কোম্পানি অ্যান্ড্রয়েড টিভি ওয়েবসাইটের গ্লোবাল পার্টনার বিভাগে তালিকাভুক্ত কি না। যদি কোনও কারণে ডিভাইসটি তালিকাভুক্ত না হয় তাহলে Google Play Protect Status-এ গিয়ে চেক করতে হবে।

advertisement

আরও পড়ুন:

এক নজরে দেখে নেওয়া যাক অ্যান্ড্রয়েড টিভিতে গুগল প্লে প্রোটেক্ট স্টেটাস দেখার উপায় –

এর জন্য প্রথমেই অ্যান্ড্রয়েড টিভিতে গুগল প্লে স্টোর ওপেন করতে হবে এবং স্ক্রিনের উপরের ডানদিকে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। এরপর ‘Settings’ অপশনে গিয়ে ক্লিক করতে হবে। এখানে গ্রাহকরা ‘Play Protect Certification’ নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে গ্রাহকরা দেখতে পাবেন যে Android TV গুগল দ্বারা সার্টিফায়েড কি না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গ্রাহকরা যদি সেখানে কোনও সার্টিফিকেশন না পান, তাহলে এর মানে হল যে গুগলের কাছে অ্যান্ড্রয়েড ক্যাপাবিলিটি টেস্টের ফলাফলের রেকর্ড নেই। এমন পরিস্থিতিতে, ডিভাইসটি নিরাপদ নয়। কারণ এতে অ্যান্ড্রয়েড সিস্টেম বা অ্যাপ আপডেট পাওয়া যাবে না।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Smart TV: আপনার স্মার্ট টিভিতে ভাইরাস নেই তো? বুঝবেন কী করে? খারাপ হওয়ার আগে চেক করুন এই উপায়ে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল