প্রযুক্তিকে কাজে লাগিয়ে বৃষ্টির ফোঁটা ছাদে পড়লেই সেন্সরের মাধ্যমে জামা কাপড়গুলি ঘরের মধ্যে নিরাপদ স্থানে পৌঁছে যাবে। আবার বৃষ্টি থামলেই জামা কাপড়গুলি খোলা আকাশের নিচে পৌঁছে যাবে। এমন অত্যাধুনিক প্রযুক্তির স্মার্ট মডেল তৈরি করল বসিরহাটের মহাকুমার সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জ আইটিআই কলেজের কয়েকজন পড়ুয়া।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জ আইটিআই কলেজের একজন ছাত্রের এই বিশেষ মডেলের মাধ্যমে এই স্মার্ট ঘর তৈরিতে রীতিমতো সাড়া পড়ল। মূলত ঘরের উপর সেন্সর ব্যবহার করা হয়েছে। যার ফলে সেন্সরে বৃষ্টি আসলেই নিজে থেকেই সেন্সর থেকে বার্তা গ্রহণ করে সতর্কতা মূলক শব্দ বেজে উঠবে।
অনেক সময় ছাদে জামা কাপড় শুকাতে দেওয়ার পর হঠাৎ বৃষ্টি আসলে সেই জামাকাপড় তুলতে অনেকেই ভুলে যান কিংবা দেরি হয়ে যায়। এরফলে ভিজে যায় শুকাতে দেওয়া জামা কাপড়গুলি।
সেই সমস্যা সহজে দূর করতে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেন্সরের মাধ্যমে স্মার্ট ঘর তৈরি করল। কলেজে কয়েকজন ছাত্রের অভিনব স্মার্ট ঘর তৈরিতে রীতিমতো সাড়া পড়ল ছাত্রছাত্রীদের থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে।
জুলফিকার মোল্লা