TRENDING:

Skoda Kodiaq 2022: প্রচুর আকর্ষণীয় ফিচার, লঞ্চ হতে চলেছে স্কোডা কোডিয়াকের নতুন মডেল!

Last Updated:

Skoda Kodiaq 2022: অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল সহ প্রচুর আকর্ষণীয় ফিচার, ভারতে ২০২২-এ লঞ্চ হতে চলেছে স্কোডা কোডিয়াকের নতুন মডেল!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: স্কোডা (Skoda) কোম্পানি তাদের এসইউভি (SUV) কোডিয়াকের (Kodiaq) নতুন মডেল ভারতে লঞ্চ করতে চলেছে। ২০২০ সালের এপ্রিল মাস থেকে ভারতে স্কোডা কোডিয়াক গাড়ির বিক্রি বন্ধ রয়েছে। নতুন রপে, নতুন ফিচারের সঙ্গে ভারতে লঞ্চ হতে চলেছে স্কোডা কোডিয়াক ২০২২ (Skoda Kodiaq 2022)। স্কোডার নতুন আপডেটেড গাড়ি স্কোডা কোডিয়াক ২০২২ পরের বছর জানুয়ারি মাসে লঞ্চ করা হতে পারে।
আসছে নতুন মডেল
আসছে নতুন মডেল
advertisement

বর্তমানে বন্ধ রয়েছে বিক্রি

ভারতে আগের বছরের এপ্রিল মাস থেকেই স্কোডা কোডিয়াক গাড়ির বিক্রি বন্ধ। ভারতে বিএস-৬ এমিশন নর্ম জারি হওয়ার কারনে স্কোডা কোম্পানিকে নিজেদের এই এসইউভি গাড়ি স্কোডা কোডিয়াকের বিক্রি বন্ধ করতে হয়েছিল। স্কোডা কোডিয়াক ২০২২ এক নতুন লুকে ভারতে প্রবেশ করার জন্য তৈরি হচ্ছে। ভারতে স্কোডা কোম্পানির নতুন এই মডেল স্কোডা কোডিয়াক ২০২২-এর এক্স শো-রুম প্রাইস হতে পারে প্রায় ৩৩ লাখ টাকা। ভারতে স্কোডা কোডিয়াক ২০২২-এর দাম ৩৩ লাখ টাকা হওয়ার সম্ভাবনা থাকলেও স্কোডা কোম্পানির তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি।

advertisement

শক্তিশালী ইঞ্জিন

স্কোডা কোডিয়াক ২০২২ গাড়িটিতে রয়েছে একটি শক্তিশালী ইঞ্জিন। এই গাড়িতে লাগানো হয়েছে দুই লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন। এই নতুন স্কোডা কোডিয়াক ২০২২ মডেলে ডিজেল ইঞ্জিনের অপশন রাখা হয়নি। এই এসইউভি গাড়িটিতে রয়েছে ৭-স্পিড ডুয়াল ক্লাচ অটোমেটিক গিয়ারবক্স। এর সঙ্গেই এই গাড়িতে রয়েছে অল হুইল ড্রাইভ মোড।

advertisement

আরও পড়ুন: ৬০ হাজার টাকায় স্কুটার! ভারতের বাজারে একাই রাজত্ব করতে আসছে Oppo

ডিজাইন

স্কোডা কোডিয়াক ২০২২ গাড়িটিতে রাখা হয়েছে উন্নত ডিজাইন। এই গাড়িটি পুরনো কোডিয়াক গাড়ির থেকে দেখতে অনেকটাই আলাদা হবে। নতুন মডেলের গাড়িটিতে পরিবর্তন করা হয়েছে ফ্রন্ট গ্রিল, বনেট, হেডলাইটস এবং বাম্পার। নতুন মডেলের গাড়িটিতে ব্যবহার করা হয়েছে এলইডি ম্যাট্রিক্স হেডল্যাম্প। এছাড়াও টেলল্যাম্পে হালকা হলেও গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে নতুন মডেলের গাড়িতে সামনের এবং পেছনের বাম্পারে নতুন লুক দেওয়া হয়েছে। স্কোডা কোম্পানির তরফে আশা করা হচ্ছে আকর্ষণীয় ডিজাইনের জন্য, কোডিয়াক ২০২২ গাড়িটি যুব সম্প্রদায়ের কাছে খুবই পছন্দের হয়ে উঠবে।

advertisement

আরও পড়ুন: দারুণ ফিচার, দুর্দান্ত ক্যামেরা, বাজার কাঁপানো ফোন নিয়ে আসছে মোটোরোলা

ইন্টিরিয়র লেআউট

সেরা ভিডিও

আরও দেখুন
পর্যটকদের জন্য বড় সুখবর, দুর্যোগ কাটিয়ে ফের শুরু হল জঙ্গল সাফারি! তবে সব জায়গায় নয়
আরও দেখুন

স্কোডা কোডিয়াক ২০২২ গাড়িটির ইন্টিরিয়র লেআউটে খুব বেশি পরিবর্তন করা হয়নি। এই গাড়িটিতে টু-স্পোক স্টিয়ারিং লাগানো হয়েছে। গাড়ির সিটের ডিজাইনে কিছুটা পরিবর্তন করা হয়েছে। এই গাড়িটিতে ইলেকট্রিক অ্যাডজাস্টেবল লেদার সিট লাগানো হয়েছে। এই গাড়িতে ১০.২৫ ইঞ্চির ভার্চুয়াল ককপিট ইন্সট্রুমেন্ট ক্লাস্টার লাগানো হয়েছে। এছাড়াও এই গাড়িতে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলের মতো উন্নত ফিচারের ব্যবস্থা করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Skoda Kodiaq 2022: প্রচুর আকর্ষণীয় ফিচার, লঞ্চ হতে চলেছে স্কোডা কোডিয়াকের নতুন মডেল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল