যদিও কোনো চার্জারের প্যাটার্ন এখনো চূড়ান্ত হয়নি। এই বিষয়ে একটি টাস্কফোর্স গঠন করে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। এক চার্জার পোর্টের সুবিধা কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ! জেনে নেওয়া যাক।
আরও পড়ুন- ভোগান্তি নেই, মিনিটের মধ্যে চার্জ হয়ে যাবে মোবাইল বা ল্যাপটপের ব্যাটারি
ওয়ান কান্ট্রি ওয়ান চার্জারের উদ্যোগকে এগিয়ে নিতে কেন্দ্র প্রধান ভূমিকা পালন করেছে। উপভোক্তা বিষয়ক সচিব রোহিত কুমার সিংয়ের সভাপতিত্বে টাস্কফোর্সের বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। এছাড়াও এই বৈঠকে MAIT, FICCI, CII, IIT কানপুর, IIT (BHU) এর মতো অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবেশ মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রকের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
advertisement
মোবাইল, ল্যাপটপ এবং অন্যান্য বৈদ্যুতিক ডিভাইসের জন্য বর্তমানে সবাই ইউএসবি টাইপ সি চার্জারে একমত। কিন্তু ফিচার ফোনের জন্য আলাদা চার্জার রাখা যেতে পারে। তবে এখনো কোনো চার্জার চূড়ান্ত হয়নি। এ জন্য একটি টিম গঠন করা হয়েছে, যারা শিগগিরই চার্জারের ফরম্যাট চূড়ান্ত করবে।
আরও পড়ুন- ইনস্টাগ্রামে এবার মিলবে আরও মজা! Reels-এ থাকবে দারুণ আকর্ষণ
আসলে ভারত ২০৭০ সালের মধ্যে শূন্য কার্বন নির্গমনের লক্ষ্যে কাজ করছে। এটি সেই দিকে নেওয়া আরেকটি পদক্ষেপ। এর পাশাপাশি চেষ্টা করা হবে যাতে গেজেটস পরিবেশবান্ধব হয়। এক দেশ এক চার্জার ই-বর্জ্য যেমন কমবে, তেমনি ডিভাইসে ব্যবহৃত বিভিন্ন চার্জারের সমস্যা থেকেও রেহাই দেবে।