স্মার্টফোনের কার্ভড ডিজাইনের কারণে প্রচলিত অ্যাঢেসিভ-ভিত্তিক ট্যাম্পার্ড গ্লাস ব্যবহার করা মুশকিল হয়ে উঠছে। এমনিতে পরম্পরাগত স্ক্রিন প্রোটেক্টরগুলি স্ক্র্যাচ বা আঁচড় থেকে ফোনকে রক্ষা করে ঠিকই, কিন্তু আমচকা হাত থেকে ফোন পড়ে যাওয়া কিংবা তার প্রভাব থেকে রক্ষা করে না।
advertisement
কার্ভড ডিসপ্লে-সহ ডিভাইসগুলির ক্ষেত্রে একমাত্র বিকল্প হয়ে দাঁড়ায় লিক্যুইড-ভিত্তিক ইউভি স্ক্রিন প্রোটেক্টর। কিন্তু এটা বেশ ঝুঁকিপূর্ণ। এমনকী ডিভাইসকেও নষ্ট করে দিতে সক্ষম। এবার Xiaomi-র সাব-ব্র্যান্ড Redmi এই তথ্যে স্বীকৃতি দিল। আর প্রোটেক্টর বেছে নেওয়া থেকে তা ব্যবহার বন্ধ করার বিষয়ে পরামর্শ দিয়েছে তারা। এমনকী নাহলে তার প্রভাবের সম্মুখীন হতে হবে বলেও জানিয়েছে ওই সংস্থা।
কীভাবে স্ক্রিন প্রোটেক্টর ফোন নষ্ট করে দিতে পারে:
এই স্ক্রিন প্রোটেক্টরগুলি সাধারণ স্ক্রিন গার্ড অথবা ট্যাম্পার্ড গ্লাসের মতো নয়। কারণ এর মধ্যে থাকে ইউভি গ্লু কিওরিং প্রক্রিয়া। কিন্তু স্ক্রিন প্রোটেক্টরগুলি আমাদের ডিভাইসকে আঘাত করে। আসলে গ্লুয়ের কারণে ইনস্টলেশনের সময় সমস্যা হয়।
অধিকাংশ মানুষই ওই স্ক্রিন প্রোটেক্টর ইনস্টল করানোর জন্য স্থানীয় অ্যাকসেসরির দোকানে যান। আর সেখানেই সমস্ত সমস্যা। এই ধরনের প্রোটেক্টর ইনস্টল করার জন্য প্রথমে ডিভাইসের ডিসপ্লে-র উপর ফেলা হয় গ্লু। এর উপরে কার্ভড গ্লাস প্রোটেক্টর লাগানো হয়। গ্লু সমান ভাবে ছড়িয়ে দেওয়ার পরে একটি ইউভি আলো ব্যবহার করা হয়। যাতে সেটা কঠিন হয়ে যায়। আর ডিসপ্লের উপরে কাচটি শক্ত হয়ে এঁটে বসে যায়।
আরও পড়ুন Travel Destination: সপ্তাহান্তে দার্জিলিংয়ের কাছেই পাইনে ঘেরা এই গ্রামে ঘুরে আসুন! মন ভাল হয়ে যাবে
কিন্তু এতে সমস্যাটা কোথায়? আসলে এই গ্লু প্রয়োগ করার সময় বেশিরভাগ মানুষ ইয়ারপিস স্পিকার্স, বটম স্পিকার্স এবং সাইড বাটনের মতো সংবেদনশীল অংশগুলিকে ঢাকা দেওয়া হয় না। হামেশাই অতিরিক্ত পরিমাণ গ্লু তার মধ্যে ঢুকে যায়। আর একবার ইউভি আলো জ্বালালে সেই অংশেই তা কঠিন হয়ে যায়। আর তাতে ডিভাইস নষ্ট হয়ে যায়।Xiaomi-র বক্তব্য, এই ক্ষতির ফলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে অন্যতম হল অপ্রত্যাশিত ভাবে ফোন রিস্টার্ট, বাটন ম্যালফাংশন, স্পিকার নয়েজ এবং ব্যাটারি কভারের লেদার উঠে যাওয়া।
এই স্ক্রিন প্রোটেক্টরগুলি একেবারেই নতুন নয়:
যখন কার্ভড স্ক্রিন-সহ ফোন প্রথম বাজারে এনেছিল Samsung। সেই ফোনের জন্য ট্যাম্পার্ড গ্লাস পাওয়া মুশকিল হয়ে গিয়েছে। আর যদি তা পাওয়াও যেত, সেটা ছিল গ্লু-সহ। আর গ্লু লাগানো থাকত একেবারে ধারে। যার জেরে স্ক্রিন এবং প্রোটেক্টরের মধ্যে শূন্যস্থান রয়ে যায়। এরপর অবিলম্বে হোয়াইট ডোম-এর মতো একাধিক সংস্থা গ্লাস প্রোটেক্টর আনল। আর সেটা হল ইউভি গ্লু স্ক্রিন প্রোটেক্টর।
বর্তমানে মিড-রেঞ্জ ডিভাইসে কার্ভড স্ক্রিন থাকছে। আর সেই কারণেই একাধিক প্রস্তুতকারী সংস্থা এই ধরনের ইউভি গ্লাস তৈরি করছে। এর ফলস্বরূপ গ্রাহকরা সেগুলি কিনছেন। আর সমস্যায় পড়ছেন। মূলত এই সমস্যা বৃদ্ধির ফলে Xiaomi সার্ভিস সেন্টারে আসছেন গ্রাহকরাও। যার কারণেই সংস্থার তরফে এহেন সতর্কবার্তা।