সম্প্রতি জলপাইগুড়িতে সিম জালিয়াতি কাণ্ডের পর জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সাধারণ নাগরিককে সচেতন করছেন এই অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য। নিজে সুরক্ষিত থাকলেই সুরক্ষিত থাকবে গ্রাহকদের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য।এই পোর্টালের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই জানতে পারবেন, তাদের জাতীয় পরিচয়পত্রের (NID) পরিপ্রেক্ষিতে কতগুলি মোবাইল নম্বর রেজিস্টার্ড আছে। এতে কেউ যদি অবৈধভাবে আপনার পরিচয় ব্যবহার করে সিম নিবন্ধন করে থাকে, তা হলে তা সহজেই শনাক্ত ও বন্ধ করা যাবে। এই লিঙ্কে ক্লিক করে নিজের আধার নম্বর দিয়ে সার্চ করুন! https://sancharsaathi.gov.in/
advertisement
আরও পড়ুন: বগলে কালো দাগ, ঘামের বাজে গন্ধ, অবাঞ্ছিত লোম? মিনিটের মধ্যে সব দূর হবে এই সহজ উপায়ে
এছাড়াও, যদি আপনার ফোন হারিয়ে যায় বা চুরি হয়, তা হলে IMEI নম্বর দিয়ে ফোনের অবস্থান ট্র্যাক করা সম্ভব। IMEI নম্বর ১৫ ডিজিটের একটি অনন্য কোড, যা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে নির্দিষ্ট ফোন শনাক্ত করতে সহায়তা করে। সঞ্চার সাথী প্ল্যাটফর্ম ব্যবহার করে চুরি হওয়া ফোনের রিপোর্ট করতে পারবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। এটি শুধুমাত্র মোবাইল ট্র্যাকিংয়ের জন্য নয়, বরং সাইবার অপরাধ প্রতিরোধের জন্যও কার্যকর। প্রতারণামূলক কাজে ব্যবহৃত মোবাইল নম্বর সহজেই শনাক্ত ও ব্লক করা যাবে, যা সাধারণ মানুষের জন্য যেমন স্বস্তিদায়ক, তেমনি আইনশৃঙ্খলা বাহিনীর কাজকেও সহজ করবে।
সুরজিৎ দে