TRENDING:

Samsung আনল দুর্দান্ত বাজেট স্মার্টফোন, দেখে নিন খুঁটিনাটি

Last Updated:

এক নজরে দেখে নেওয়া যাক Samsung Galaxy A05 বাজেট স্মার্টফোনের সমস্ত খুঁটিনাটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় টেক জায়ান্ট কোম্পানি Samsung লঞ্চ করেছে আরও একটি নতুন ফোন। Samsung কোম্পানির এই নতুন ফোন হল বাজেট স্মার্টফোন।
advertisement

Samsung কোম্পানির সেই নতুন বাজেট স্মার্টফোন হল Samsung Galaxy A05। Samsung কোম্পানি বিগত ২৮ নভেম্বর লঞ্চ করেছে তাদের নতুন এই বাজেট স্মার্টফোন Samsung Galaxy A05।

আরও পড়ুন- তীব্র গতি থাকা সত্ত্বেও আকাশে উড়ন্ত বিমানের গতি কম মনে হয়, ভেবে দেখেছেন কেন?

Samsung-এর এই নতুন বাজেট স্মার্টফোন Samsung Galaxy A05-এ রয়েছে ৬.৭ইঞ্চির HD+ ডিসপ্লে এবং একটি ৫০-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। Samsung Galaxy A05 ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে মাত্র ৯,৯৯৯ টাকায়।

advertisement

Samsung Galaxy A05 স্মার্টফোনটি একটি লিনিয়ার প্যাটার্নযুক্ত ব্যাকসাইড সহ হালকা সবুজ, সিলভার এবং কালো রঙের বিকল্পগুলিতে পাওয়া যাবে। এক নজরে দেখে নেওয়া যাক Samsung Galaxy A05 বাজেট স্মার্টফোনের সমস্ত খুঁটিনাটি।

Samsung Galaxy A05 বাজেট স্মার্টফোন Samsung অনলাইন স্টোর, অন্যান্য অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মে এবং অফলাইনে Samsung এক্সক্লুসিভ এবং নির্বাচিত খুচরো দোকানে পাওয়া যাবে। Samsung এই বাজেট স্মার্টফোন Samsung Galaxy A05-ও নির্বাচিত ব্যাঙ্ক কার্ডগুলিতে ১০০০ টাকা পর্যন্ত প্রাথমিক ছাড় দিচ্ছে৷

advertisement

আরও পড়ুন- iQOO 12 হতে চলেছে প্রথম নন পিক্সেল স্মার্টফোন! অ্যান্ড্রয়েড ১৪ যুক্ত

Samsung Galaxy A05 ফোনের ফিচার –

এই ফোনে ব্যবহার করা হয়েছে MediaTek G85 প্রসেসর, ৬ জিবি পর্যন্ত RAM এবং ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। Samsung Galaxy A05 ফোনে ব্যবহার করা হয়েছে HD+ রেজোলিউশন সহ একটি ৬.৭ইঞ্চির ডিসপ্লে।

advertisement

Samsung Galaxy A05 ফোনের ক্যামেরা –

Samsung Galaxy A05 ফোনের পিছনে একটি ডুয়াল-ক্যামেরা সেট আপ রয়েছে। এই স্মার্টফোনটিতে একটি ৫০-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সেন্সর রয়েছে যা একটি ২-মেগাপিক্সেলের গভীর-সেন্সিং ক্যামেরার সঙ্গে যুক্ত। এই স্মার্টফোনের সামনে রয়েছে একটি ৮-মেগাপিক্সেলের সেলফি শ্যুটার।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

Samsung Galaxy A05s ফোনে রয়েছে ৫০০০ mAh-এর ব্যাটারি, যা ২৫W পর্যন্ত দ্রুত চার্জিং সমর্থন করে। Galaxy A05 ফোনে ব্যবহার করা হয়েছে Android 13 অপারেটিং সিস্টেম-ভিত্তিক One UI ইন্টারফেস। Samsung এই স্মার্টফোনের জন্য চার বছরের নিরাপত্তা আপডেট এবং দুই প্রজন্মের ওএস আপগ্রেড করার প্রতিশ্রুতি দিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Samsung আনল দুর্দান্ত বাজেট স্মার্টফোন, দেখে নিন খুঁটিনাটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল