জানা গিয়েছে, Apple এবং Xiaomi-র মতোই এবার Samsung-এর স্মার্টফোনেও থাকতে পারে টাইটানিয়ামের ছোঁয়া। অর্থাৎ ফ্রেম হতে পারে টাইটানিয়ামের।
দক্ষিণ কোরিয়ার এক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অন্তত তেমনই দাবি করছে। আর সেই দাবি সত্যি হলে টাইটানিয়াম-সহ আধুনিক স্মার্টফোনের দুনিয়ায় নতুন সদস্য হতে চলেছে Samsung। তাদের প্রথম উদ্ভাবন Samsung Galaxy S24 Ultra।
advertisement
আরও পড়ুন: Apple Arcade-এ আসছে নতুন নতুন গেম! নভেম্বরেই খেলতে পারবেন এগুলি
এই টাইটানিয়াম ফ্রেম-সহ স্মার্টফোন বাজারে আনার ক্ষেত্রে প্রথম পথপ্রদর্শক অবশ্যই Apple। চলতি বছরের প্রথমার্ধে iPhone 15 লঞ্চ করার মধ্যে দিয়েই তারা। তবে এই বিশেষ সুবিধা পাওয়া যায় শুধু iPhone 15-এর Pro মডেলগুলিতেই। এরপর Xiaomi-ও সেই একই পথে হাঁটতে শুরু করে। Xiaomi 14 Pro লঞ্চ করার সঙ্গে সঙ্গেই দেখা যায়, এতেও রয়েছে টাইটানিয়াম ফ্রেম।
Galaxy S24 Ultra-এর টাইটানিয়াম ফ্রেম—
সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, Galaxy S24 Ultra হবে প্রথম Samsung ডিভাইস, যাতে থাকবে টাইটানিয়াম ফ্রেমের ফিচার।
আর তার মধ্যেই দিয়েই আগামী দিনে Samsung-এর অন্য মডেলগুলিতেও আসতে পারে এই বিশেষ বৈশিষ্ট্য— এমনই আশা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
এর আগে অবশ্য Galaxy S24 সিরিজ নিয়ে এমন কোনও দাবি করা হয়নি। সাম্প্রতিক রিপোর্টেই দাবি করা হয়েছে এই সিরিজের স্মার্টফোনে টাইটানিয়াম ফ্রেম থাকবে।
জানা গিয়েছে, গ্রাহকের চাহিদা মেটাতেই Samsung প্রায় ১৫ মিলিয়ন টাইটানিয়াম ফ্রেম তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে। হিসেব বলছে এই ১৫ মিলিয়নের লক্ষ্য এমনি এমনি নির্ধারিত হয়নি। বরং, Samsung Galaxy S23 Ultra-র বিক্রয়ের উপর নজর রেখেই স্থির করা হয়েছে।
গত দু’বছর ধরে এই নিয়ে গবেষণা চালাচ্ছে Samsung। অ্যালুমিনিয়াম ফ্রেম থেকে, টাইটানিয়ামে বদলে গেলে প্রায় ২০ ডলার খরচ বাড়বে। ফলে ডিভাইসের মূল্য চার থেকে পাঁচ গুণ বাড়াতে হতে পারে।
Samsung Galaxy S24 Ultra সম্পর্কে এখনও যেসমস্ত তথ্য ফাঁস হয়েছে তাথেকে বোঝা যায়, এই ফোনের নকশা প্রায় তার পূর্বসূরীদের মতোই। সামনের দিকে স্ক্রিনের বেজেল কম থাকতে পারে। মনে করা হচ্ছে, এই ডিভাইসটি Snapdragon এবং Exynos প্রসেসর ভেরিয়েন্ট-এ পাওয়া যেতে পারে।