রয়্যাল এনফিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সিইও বি গোবিন্দরাজন জানিয়েছেন, খুব শীঘ্রই পড়শি দেশের বাজারে পা রাখতে চলেছে রয়্যাল এনফিল্ড। নেপাল ও বাংলাদেশে অ্যাসেম্বলি ইউনিট স্থাপন করা হবে’। এতে কোম্পানির গ্লোবাল মার্কেট শেয়ার বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
৪০টিরও বেশি দেশে ব্যবসা করে রয়্যাল এনফিল্ড। ২৫০ সিসি থেকে ৪৫০ সিসি পর্যন্ত মিডলওয়েট ক্যাটাগরিতে কোম্পানির একাধিক মডেল রয়েছে। নেপাল এবং বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের সেই সব মডেল তো পাওয়া যাবেই, সঙ্গে নতুন মডেল লঞ্চ করার পরিকল্পনাও রয়েছে।
advertisement
আরও পড়ুন- রিচার্জ করলেই Netflix ফ্রি, জিও ও এয়ারটেলের এই দুটি প্ল্যান জানেন?
সূত্র মারফত জানা গিয়েছে, রয়্যাল এনফিল্ড বাংলাদেশের ইফাদ অটোজের সঙ্গে মউ স্বাক্ষর করেছে। তারাই যৌথভাবে বাইক তৈরি করবে। বাংলাদেশে বাইকের ইঞ্জিনের উপর কিছু নিষেধাজ্ঞা রয়েছে। বর্তমানে ১৬৫ সিসি পর্যন্ত বাইকেরই অনুমতি দেওয়া হয়।
তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আইন সংশোধনের কাজ করছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।
ইতিমধ্যেই তিনটি বাইক নির্মাতা সংস্থা এই বিষয়ে লিখিতভাবে তাদের মতামত জানিয়েছে। জাপানি ব্র্যান্ড সুজুকি এবং রানার অটোমোবাইলসের প্রস্তুতকারক র্যানকন মোটরবাইকস লিমিটেড নিষেধাজ্ঞা তোলার পক্ষেই মত দিয়েছে।
নেপাল এবং বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের ক্লাসিক মডেলটি পাওয়া যাবে বলে জানা গিয়েছে। এর দুটি ভ্যারিয়েন্ট, সিঙ্গল চ্যানেল এবিএস এবং ডুয়েল চ্যানেল এবিএস।
আরও পড়ুন- প্যান্টের কোন পকেটে ফোন রাখেন? ৯০ শতাংশ মানুষ জানেন না, বড় ভুল করেন
ক্লাসিক ৩৫০-এ অনেকগুলি রঙের বিকল্প রয়েছে। সিঙ্গল চ্যানেল এবিএস ভ্যারিয়েন্টে ৬ টি কালার স্কিম এবং ডুয়েল চ্যানেল এবিএস ভ্যারিয়েন্ট ৯ টি কালার স্কিমে মিলবে।
বাংলাদেশে রয়্যাল এনফিল্ড বাইকের কত দাম হতে পারে: ভারত এবং বাংলাদেশের মুদ্রার দামে বিস্তর ফারাক রয়েছে। এ দেশে ১,৪৯,৯৯০ টাকা থেকে শুরু হচ্ছে রয়্যাল এনফিল্ডের দাম। বাংলাদেশের বাজারে সেটাই ২ লাখ টাকার বেশি হতে পারে বলে জানা যাচ্ছে। তবে কোম্পানি এখনও এই বিষয়ে কিছু জানায়নি।