হন্ডা হাইনেস এরই মধ্যে গ্রাহকদের পছন্দ হয়েছে। হন্দা স্মুথ ইঞ্জিনের জন্য জনপ্রিয়। সেক্ষেত্রে রয়্যাল এনফিল্ড-এর ভাইব্রেশন-এর জন্য খানিকটা বদনাম রয়েছে। তবে নতুন ক্লাসিক ৩৫০ রিবর্ন মডেলে রয়্যাল এনফিল্ড-র যেন সত্যিই পুনর্জন্ম হয়েছে। ভাইব্রেশন প্রায় না থাকার সমান মেটিওর এবং নতুন ক্লাসিক ৩৫০-এ।
আরও পড়ুন- ফোন কিনলেই একদম সস্তায় পাওয়া যাচ্ছে Galaxy Watch4, প্রি-বুকিং শুরু
advertisement
চলতি বছর প্রথম Scram 411 লঞ্চ করার কথা জানিয়েছিল রয়্যাল এনফিল্ড। এরই মধ্যে জানা যাচ্ছে রয়্যাল এনফিল্ড ৭ মার্চ ভারতে একটি নতুন অ্যাডভেঞ্চার মোটরসাইকেল লঞ্চ করবে। সেটি রয়্যাল এনফিল্ড হিমালয়ানের তুলনায় সাশ্রয়ী মূল্যের হবে। তবে সেটির পাওয়ার হিমালয়ান-এর থেকে কিছুটা কম হতে পারে৷ ভারতীয় গ্রাহকরা দীর্ঘ সময় ধরে এই মোটরসাইকেলটির জন্য অপেক্ষা করছেন। রাস্তার পাশাপাশি অফ-রোডিংয়ে দেদার চালানোর মতো করে ডিজাইন করা হয়েছে নতুন এই মডেল। অর্থাত্ রয়্যাল এনফিল্ড স্ক্রাম ৪১১- কে শুধু অফ-রোডিং না করে শহরের রাস্তাতেও চালানো যাবে।
লাল এবং কালো রঙের মডেল দেখা গিয়েছে
সম্প্রতি এই নতুন সাশ্রয়ী মূল্যের অ্যাডভেঞ্চার মোটরসাইকেলটিকে দুটি রঙে দেখা গিয়েছে। একটি লাল এবং কালোর সংমিশ্রণ। আরেকটি কালো। যদিও Scram 411 অতীতে অনেকবার দেখা গিয়েছিল। এই প্রথমবার এটি ডুয়াল টোনে দেখা দিয়েছে। বাইকটির সামনের দিকে ১৯-ইঞ্চি চাকা এবং পিছনে একটি ১৭-ইঞ্চি চাকা রয়েছে। এই বাইকটির দাম রাখা হবে খুব আকর্ষণীয়। যা বেশিরভাগ গ্রাহকের সাধ্যের মধ্যে থাকবে। অনুমান করা হচ্ছে, এর দাম প্রায় ১.৯০ লক্ষ টাকা হতে পারে।
আরও পড়ুন- Noise -এর নতুন ColorFit Pulse গ্র্যান্ড স্মার্টওয়াচ এ বার ভারতেও! জানুন দাম
নতুন Scram 411 হিমালয়ানের চেয়ে সস্তা
নতুন Scram 411 রয়্যাল এনফিল্ড হিমালয়ানের থেকে সস্তা হবে। হিমালয়ের সামনের অংশে একটি দীর্ঘ উইন্ডস্ক্রিন, স্প্লিট সিট, লাগেজ ক্যারিয়ায় রয়েছে। সামনে বড় চাকা দেওয়া হয়েছে যা অ্যাডভেঞ্চার বাইকের একটি বৈশিষ্ট্য।। এদিকে Scram 411-এ তুলনামূলক ছোট চাকা, সিঙ্গেল পিস সিট, ছোট সাসপেনশন ট্রাভেল এবং পিছনে একটি গ্র্যাব রেল থাকবে। নতুন মোটরসাইকেলটি LS410, সিঙ্গল-সিলিন্ডার, এয়ার-কুলড, 4-স্ট্রোক, SOHC ইঞ্জিন থাকবে। এই ইঞ্জিন 411 cc এবং 24.3 bhp পাওয়ার জেনারেট করবে।